মিম বনফুলের ৪০ হাজার জরিমানা
মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা প্রশাসক পৌর প্রশাসক যৌথ নির্দেশে চাঁদপুর শহরে তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুরান বাজার লোহার পুল এলাকার মিম বনফুল সুইট অ্যান্ড পেস্টি শপকে বিভিন্ন অনিয়ম ও অস্বাস্হকর পরিবেশে খাদ্য উৎপাদনের জন্য ৪০ হাজার টাকা জরিমান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
উক্ত অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ও চাঁদপুরে কর্তব্যরত বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তাগণ ও চাঁদপুর পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর রাজু মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।