মানিক দাস //
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম।
শনিবার (৯ আগস্ট) বেলা ১২টায় চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড মধ্য ইচলি খালটি পরিষ্কারের মাধ্যমে এই কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।
পরিষ্কার কর্মসূচি উদ্বোধন পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্ল্যাহ সেলিম
বলেন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে, চাঁদপুর পৌর এলাকার সবগুলো খাল এবং জলাশয় পরিষ্কারের জন্য স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খালটি দীর্ঘ বছর যাবত পরিষ্কার না করায় স্বাভাবিক পানি প্রবাহ ব্যহত হবার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে।
তিনি আরো বলেন, খালটি অপরিষ্কারের কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগে এখানকার মানুষ আক্রান্ত হচ্ছে। খালের পানি ব্যবহার করতে পারছে না, আমাদের এই উদ্যোগের ফলে খালটি পুনরায় পানি প্রবাহ ফিরে পাবে এবং পরিবেশ ভালো থাকবে।
পর্যায়ক্রমে পৌর এলাকার সবগুলো খাল পুনরুদ্ধার এবং খনন করার উদ্যোগ নেওয়া হবে।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহবায়ক আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাডঃ হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী সহ স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।