মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন ও গণ সমাবেশ অনুষ্ঠিত 

  • আপডেটের সময় : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৯ বার পঠিত হয়েছে
মানিক দাস // বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে গণ অনশন ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ধর্মীয় রাষ্ট্র নয় “ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই “।ধর্ম যার যার রাষ্ট্র সবার “সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এই গণঅনশন   ২২ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
গণ অনশন ও গণ সমাবেশে বক্তারা দাবী তুলে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সা‌লের নির্বাচ‌নের পূ‌র্বে যে ওয়াদা ক‌েরি‌ছি‌লেন তা এখা‌নো বাস্তবায়ন করেনি। এখ‌নো সংস‌দের অ‌ধি‌বেশন র‌য়ে‌ছে, আমা‌দের দাবী এ সংসদ অ‌ধি‌বেশ‌নে পূ‌র্বেই আমাদের ৭ দফা দাবী মে‌নে নেওয়া হোক।
২০১৮ সালের সংসদ নির্বাচনি ইশতিহার বাস্তবায়নে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্বর সম্পত্তির সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তির প্রত্যপর্ণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি, পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতেতে বক্তারা বলেন ।
হিন্দু-‌বৌদ্ধ-‌খ্রিস্টান ঐক‌্য প‌রিষ‌দ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ‌্যাড‌ঃ বিণয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পি‌পি অ‌্যাড‌ঃ রন‌জিত রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,  সহ সভাপ‌তি তপন সরকা‌র, চাঁদপুর জেলা জন্মষ্টমী উদযাপন প‌রিষ‌দের আহবায়ক ও হ‌রি‌বোলা স‌মি‌তির সভাপ‌তি অজয় কুমার ভৌ‌মিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক প্রফেসর রন‌জিৎ কুমার  ব‌ণিক,সাবেক সদস্য সচিব রাধা গো‌বিন্দ গোপ, বীরমু‌ক্তি‌যোদ্ধা অ‌জিত সাহা, মৃনাল সাহা, জযরাম রায়, মহিলা ঐক‌্য প‌রিষ‌দের সভাপ‌তি
মৃদুলা রানী সাহা, সদর উপ‌জেলার সভাপ‌তি বাসু‌দেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, হাজীগঞ্জ উপ‌জেলার ঐক‌্য প‌রিষদ সভাপ‌তি স্বপন কুমার পাল, সাধারণ সম্পাদক মিঠুন ভদ্র, মতলব দ‌ক্ষিণ উপ‌জেলার সভাপ‌তি গ‌নেশ ভৌ‌মিক, সাধারণ সম্পাদক বাদল নন্দী,  মতলব উত্তর  উপ‌জেলার সভাপ‌তি রা‌ধেশ‌্যাম সাহা,  সাধারণ সম্পাদক শ‌্যামল দাস,  কচুুয়া উপ‌জেলার সভাপতি প্রানোধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়‌তোষ পোদ্দার, ফ‌রিদগঞ্জ প‌জেলার সভাপতি ডাঃ পরেশ পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, শহর ঐক‌্য প‌রিষ‌দের সভাপ‌তি রিপন সাহা, সাধারণ সম্পাদক ভাষ্কর দাস, জেলা যুব ঐ‌ক্যের আহবাঢক অম‌রেশ দত্ত,  হরিজন সম্প্রদা‌য়ের প‌ক্ষে গো‌পি হরিজন।
অনশন শেষে গণ সমা‌বেশ শে‌ষে জল পান ক‌রি‌য়ে অনশনরত‌দের অনশন ভাঙ্গান অজয় কুমার ভৌ‌মিক, স‌ন্তোষ কুমার দাস ও রাধা‌গো‌বিন্দ গোপ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com