মানিক দাস // চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ ১ জন আটক করেছে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক তত্বাবধানে ২৩ মার্চ বুধবার সকাল ১০টায় পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার খাজুরিয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন খাজুরিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে চাঁদপুর – কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রোডে চাঁদপুর অভিমুখী (ঢাকা মেট্রো-ব-১৪-৫৭৫৯) নম্বরের রিলাক্স যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বরিশালের গৌরনদী থানার পশ্চিম পিঙ্গলাকাঠি গ্রামের তপু শিকদার প্রঃ তরিকুল (২০) কে ৫(পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ টাকা। বাপন সেন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে। আটক তারিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে বরিশাল, মাদারীপুরসহ বিভিন্নস্থানে মাদক পাচার করে আসছে।