মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

চাঁদপুর দেবপুর মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ঐতিহ্যবাহী দেবপুর দারুছ সালাম গাউছিয়া হাফেজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণ হয়ে উঠে মিলনমেলায়।

বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার দেবপুর দরবার শরীফ প্রাঙ্গণে মাদ্রাসার ছাত্র সংগঠন বৃহত্তর দারুস সালাম গাউছিয়া ছাত্র ফোরাম কমিটি আয়োজনে অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন।

তিনি বলেন, ইসলামী শিক্ষা ছাড়া কোন মানুষ পূর্ণাঙ্গ সুশিক্ষিত হতে পারে না। সেজন্য মহান আল্লাহর দয়া অবশ্যই প্রয়োজন। রাসুল মোহাম্মদ (সাঃ) এর দেখানো পথই হচ্ছে পৃথিবীতে একমাত্র শান্তির পথ। আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমি আনন্দিত যে, আমাদের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। আর এই মিলন আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি গর্বের মুহূর্ত। আমি আশা করি, আপনারা সবাই আপনাদের নিজ নিজ ক্ষেত্রে সফল হবেন এবং প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবেন। আমরা সকলে মিলেমিশে এই প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা ইসলাম এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সমাজ আলোকিত করবে। তাদের অভিজ্ঞতা থেকে বর্তমান শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আল্লাহর আইন ও রাসূল (সাঃ) বিধান বাস্তবায়ন করবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ।

মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী হাফেজ ইসমাইল হোসাইন সায়েমের সঞ্চালনা বক্তব্য রাখেন রামপুর মাদ্রাসার প্রভাষক মুফতি জাফর আলী, মাও. হারুনুর রশীদ চাঁদপুরী, মাও. জিসান আহমেদ, মাও. সাদেক আহমেদ রেজা ঢাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রুহুল আমিন, মাওলানা মো. সালাউদ্দিন আল ফারাবী, হাফেজ মাও. মো. ইসমাইল হোসাইন, হাফেজ হুমায়ুন কবির।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পরে দরবার শরীফের মরহুম পীর ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।

শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরেফিন উক্ত মাদ্রাসার ছাত্র সংগঠন বৃহত্তর দারুস সালাম গাউছিয়া ছাত্র ফোরামের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এতে মাও. সাদেক আহমেদ রেজাকে আহ্বায়ক, হাফেজ আব্দুর রহমানকে যুগ্ন আহ্বায়ক ও হাফেজ ইসমাইল হোসেন সায়েমকে সদস্য সচিব হিসেবে মনোনীত করেন।

এছাড়া অর্থ সম্পাদক হাফেজ নোমান হোসাইন, সদস্য হাফেজ মো. সাকিব, মো. নাঈম, মো. মুন্না, মো. ইয়াছিন, মো. নাহিদ, মো. মাহবুব ও মো. হাবিবের নাম ঘোষণা করেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com