শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে অপকর্মে ধরা পরলো শিক্ষার্থী 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটার   //
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে এসব হচ্ছেটা কি? এখানে শিক্ষা গ্রহন করতে এসে শিক্ষার্থীরা নিজেরাই নানান অপকর্মের জম্ম দিচ্ছে।
এতে করে অন্য জেলা থেকে আসা শিক্ষার্থীরা  সেবাদান শিক্ষতে এসে কি শিক্ষা গ্রহন করবে?  এখন সবার মুখে এমন প্রশ্ন। এধরনের অপকর্ম করা শিক্ষার্থীদের কারণে নার্সিং পেশার মতো মহতি পেশা কুলশিত হয়ে উঠছে ।
তেমনি একটি ঘটনা ঘটেছে বুধবার (২০ আগস্ট)রাতে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষকদের  ব্রাথরুমে দু শিক্ষার্থীকে একই সাথে পেয়ে নার্সিং ইনস্টিটিউটের নৈশপ্রহরী বাইরে থেকে ব্রাথরুমের দরজা বন্ধ করে দেন। পরে শিক্ষকদেরকে খবর দেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ছুটে আসলে উভয়কে বিবস্ত্র অবস্হায় ওই ব্রাথরুম থেকে বের করে আনা হয় বলে সিনিয়র শিক্ষার্থীরা জানান । এদের মধ্যে টাঙ্গাইল জেলার ছেলে বায়েজিদ শিকদার আকাশ আর রাজশাহী জেলার “আ” নামের এক তরুনী। এ নিয়ে ওই দিন রাত সাড়ে ৮ টায় চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়। পরে শিক্ষার্থী বায়েজিদ শিকদার আকাশ কে ছাত্রাবাসের যমুনা ভবনের নিচতলার  একটি কক্ষে নিয়ে রাখা হয় । আর তরুণীকে ইনচার্জ  জয়নব বেগমের হেফাজতে রাখা হয়।
জানাযায়, টাঙ্গাইল জেলার ছেলে বায়েজিদ শিকদার আকাশ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র আর রাজশাহী জেলার “আ” নামের শিক্ষার্থীনি প্রধম বর্ষের শিক্ষার্থী। বায়েজিদ শিকদার আকাশ চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে
ভর্তির পর থেকে নিজেকে শিক্ষার্থীদের নেতা হিসাবে জাহির করার চেষ্টা করে। অপর শিক্ষার্থীদের সাথে সব সময় রূঢ় আচরন করে। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে ও দূরব্যবহার করে। জরুরী বিভাগে দায়িত্ব পালন করতে আসলে সেখানে ও বহু অন্যায় অপরাধ করেছে সে। জানাযায়, রাজশাহী থেকে পড়তে আসা এই মেয়েকে ছাড়াও চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের বেশ কিছু তরুনী শিক্ষার্থীকে ভীষণ ভাবে উত্যক্ত করেছে। যার জন্য অপর শিক্ষার্থীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। আর তারই প্রতিফলন ঘটে ২০ আগস্ট রাতে বায়েজিদ শিকদার আকাশ ও  তরুণী শিক্ষার্থীকে একই ব্রাথরুমে দীর্ঘ্য সময় অবস্থান করায় নৈশপ্রহরি হাতেনাতে ধরে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।
ইনচার্জ  জয়নব বেগম জানান, আমাদের এখানে যে ঘটনাটি ঘটেছে সেই সময় আমি চাঁদপুরে উপস্হিত ছিলাম না। আমি ঢাকা থেকে ট্রেনিং শেষ করে চাঁদপুর আসছিলাম। আমাকে আমার সিনিয়র স্টাফরা মোবাইলে বিষয়টি জানিয়েছে। আজকে নার্সিং ইনস্টিটিউটে এসে আমি বিষয়টি জেনেছি। আমি বলেছি ওনাদের অভিভাবকদের ডাকতে । আমি অফিসে এসে উদ্বতন  কর্তৃপক্ষকে  বিস্তারিত ঘটনা জানলাম। সিনিয়র বস সুপারেন্টেন স্যার ও কুমিল্লা মেডিকেল কলেজের সাইফুল ইসলাম স্যার কে বিষয়টি জানানো হয়েছে। তারা বলেছে কিভাবে বিষয়টি শুরাহা করা যায় সে বিষয়ে দেখবেন। আমরা ইনস্টিটিউটের পক্ষ থেকে ইন্টারনাল সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটি কমিটি করে ধাপে ধাপে বিষয়টি নিয়ে এগুবো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com