মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মানিক দাস বিনা প্রতিদ্বন্দ্বিত দপ্তর সম্পাদক নির্বাচিত  মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহন সরকারের জানাজা সম্পন্ন কাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন চাঁদপুরে প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে  দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের নামে ওষুধের দোকানির প্রতারণা // ভোক্তা অধিদপ্তরের অভিযান  পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই,,,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিপুল পরিমাণ ইয়াবা সহ কচুয়া ও হাজীগঞ্জ থেকে দু মাদক কারবারি আটক 

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৩৯ জেলে আটক //১৩ জনের মামলা ২২ জনের মোবাইল কোটে সাজা

  • আপডেটের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৮৫ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযানে ৩৯ জেলেকে আটক করা হয়েছে।১৩  জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আরো ২২ জেলেকে মোবাইল কোটের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২১ অক্টোবর  সকাল থেকে  ২২  অক্টোবর শনিবার সকাল পর্যন্ত  চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ  কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা – মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষিরচর, চিরারচর, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকা থেকে  বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত  গত ২৪ ঘন্টায় মোট ৩৯ জন  জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে      ১৩  জন জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন  আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা  হলোঃ
রহমান গাজী (৩৪),বিল্লাল হোসেন (৩২),সাইফুল ইসলাম (২৩),মজলু প্রধান (৩৫),রাজিব হোসেন (৩০),ডালিম (৩০),দেলোয়ার হোসেন (৩৫),শাহ আলম (৪০),মারুফ (২২),ফারুক বেপারী (৪৮),রহমতউল্যা (৪৬),ইলিয়াস (২৩) ওকাদের সর্দার (৪৬)।
মোবাইল কোটে ২২  জনকে বিভিন্ন মেয়াদে  বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।তারা হলোঃ ইউসুব আলী দর্জি (৫৩)শাহজালাল বকাউল ( ৫০),মনির হোসেন দর্জি (২৮),রুহুল আমিন দর্জি (২০),আল আমিন পাঠান (২০),বিল্লাল চোকদার (২০),হযরত আলী সর্দার (৪৫),রাকিব হোসেন (১৯),করিম গাজী (২৮),হুমায়ন খান (২৮),শাহ আলম মোল্লা (২৬),জাহাঙ্গীর খান (৩০),কুদ্দুস আলী (৩০),কালু পাঠান (১৮),সাগর (২০),জুয়েল চোকদার (২০),ইয়াজলা (৪০),সবুজ (১৮),রিপন (২৬),নাজিম উদ্্দিন (৩০),আঃ আলিম (৩৫),রহিম (২০),চাঁদপুর জেরা প্রসাশক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল হাসান ও এ আর এম জাহিদ হাসান মোবাইল কোট পরিচালনা করে তাদের কে এক করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠিয়েছে।
অপ্রাপ্ত বয়স্ক চারজনকে মুচলেকায়  তাদের পরিবারের জিম্মায় দিয়েছে। এসময় ১ কোটি ৩৬ লাখ ৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। সেই জাল আগুনে পুড়িয়ে বিনস্ট করা হয়।তাছাড়া ১২ নৌকার মাধ্যে ৯ টি নৌকা ফুটো করে নদীতে ডুবিয়ে দেয়া হয়। ৩ টি নৌকা নৌ থানায় নিয়ে আসা হয়।১ শ ৪২ কেজি মা ইলিশ জব্দ করা হয়।৫২ কেজি ইলিশ মাছ হিমাগারে সংরক্ষণ করা হয় আর বাকী মাছ এতিম খানায় বিতরন করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com