মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মানিক দাস বিনা প্রতিদ্বন্দ্বিত দপ্তর সম্পাদক নির্বাচিত  মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহন সরকারের জানাজা সম্পন্ন কাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন চাঁদপুরে প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে  দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের নামে ওষুধের দোকানির প্রতারণা // ভোক্তা অধিদপ্তরের অভিযান  পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই,,,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিপুল পরিমাণ ইয়াবা সহ কচুয়া ও হাজীগঞ্জ থেকে দু মাদক কারবারি আটক 

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৩৫জেলে আটক //১৩ জনের মামলা ২২ জনের মোবাইল কোটে সাজা

  • আপডেটের সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযানে ৩৫ জেলেকে আটক করা হয়েছে। ১৩  জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আরো ২২ জেলেকে মোবাইল কোটের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ২২  অক্টোবর  সকাল থেকে   ২৩ অক্টোবর রোববার সকাল পর্যন্ত  চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ  কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা – মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
নিয়মিত মামলায় গ্রেফতারকৃত ১৩  জন জেলে হলোঃ  মাসুম রানা (৩৫), ইব্রাহীম খলিল উল্লাহ (২০), রাকিব হোসেন (২২), আবুল কালাম (৪২),  সাব্বির (১৯), ফারুক (৪০),সাইফ উদ্দিন (২৮),  তাইজুল ইসলাম (২২),আবু কালাম (২২),  শহিন আলম (২০), আবুল হোসেন (২৪),  মনসুর (২৫), নুর মোহাম্মদ(২৬),ইসমাইল (২৪), মনির হোসেন (১৯) গ্রেফতাকৃত জেরেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষন  আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।
শিশু অপরাধী জহির ইসলাম(১০)কে শতর্ক  করে  অভিবাবকের জিম্মায় দেওয়া হয়।
অপরদিকে মোবাইল কোটে সাজাপ্রাপ্তরা ২২ জেলে হলোঃ  জান শরিফ মোতাইন (১৯),  রানা (১৮), শাহিন (১৮),কামাল ঢালী (২৭),সেকান্তর (২৯), মানিক (৩৫),বাবুল বেপারী (৩২),  আব্বাস হাওলাদার (৪২),সেলিম দেওয়ান (৪০),  সফি শেখ (৩৫),  রুবেল (২৩),
শেখ ফরিদ (২৪),  ফারুক বকাউল (২৭),  স্বাধীন(২২)।সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চাঁদপুর গ্রেফতাকৃত ১৪ (চৌদ্দ)জন আসামীর বিরুদ্ধে পৃথক পৃথক মোবাইল কোট পরিচালনা করে  ১ (এক) জন আসামীকে ১ বছর এবং ১৩ (তের) জন আসামীর প্রত্যেককে ১০  দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ সময় জব্দ করা হয় ১ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬শ  মিটার জাল। মালিক বিহীন ১ কোটি ১০ লাখ  ২৩ হাজার ১শ মিটার কারেন্ট জাল প্রকাশ্যে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ৭ টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী জেলে নৌকার মধ্যে ৩ টি নৌকা পানিতে ডুবিয়ে অকার্যকর করা হয়েছে। বাকী ৩ টি নৌকা  নৌ থানা পিলিশের হেফাজতে আছে। জব্দকৃত ১৭৮কেজি ৫০০গ্রাম ইলিশ মাছ এর মধ্যে ১২৫কেজি ৫০০গ্রাম ইলিশ মাছ হিমাগারে সংরক্ষন করা হয়। অবশিষ্ট ৫৩ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিলি করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com