মানিক দাস //
চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা- ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘণ্টায় অভিযানে ১৪ জেলেকে আটক করা হয়েছে। ১১ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গত ২৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে ২৬ অক্টোবর বুধবার সকাল পর্যন্ত চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে অভয়াশ্রম এলাকার পদ্মা – মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় ১৪ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক ৩ কিশোর জেলেকে মুচলেকায় তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। ২৪ ঘন্টার অভিযানে ৮৬ লাখ ৫৭ হাজার ১ শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধারের পর প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
১৩ লাখ ৪৫ হাজার ৭ শ মিটার সূতার জাল জব্দ করা হয়েছে। ১৫ টি মাছ ধরার ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়।তার মধ্যে ১৩ টি নৌকা নতীতে ডুবিয়ে অকার্যকরা হয়েছে। সাড়ে ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের উপস্থিতিতে মাছ গুলো হিমাগারে সংরক্ষন করা হয়েছে।
মামলার অভিযুক্ত জেলেরা হলোঃ আল আমিন (২১),নবীর হোসেন (৪৫),রুমন বেপারী (২৪(,মনছুর (৪৫),রবিউল খান(২৪),সোহরাব বেপারী(৫০),কামাল (৩৫),নাছির খলিফা (৫০),কাউছার খলিফা(৩৩),সাজিদ (২২) ও আব্বাস আলী (১৯)।
অপ্রাপ্ত বয়স্ক মুচলেকায় পরিবারের জিম্মায় যাওয়া কিশোর জেলেরা হলোঃ মারুফ (১২),নাঈম বেপারী (১৩) ও হৃদয়(১৪)।