বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড । নবাবগঞ্জে ধান খেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার  নওগাঁয় সরকারি ভিপি সম্পত্তি দখল চেস্টার অভিযোগে সংবাদ সম্মেলন মৈশাদীতে মেঘনা ট্রেনে কাটা পরে বৃদ্ধ খণ্ডিত  চাঁদপুরে মেঘনা নদী থেকে নারীর লাশ উদ্ধার  চাঁদপুরে ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ, ডাকাতিয়ায় অবমুক্ত পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক দূর্ঘটনায় আহত বীরগঞ্জ ভূমি মেলা’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ১টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুর ছায়াবাণী মোড়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে কিশোর গ্যাং সদস্যদের

চাঁদপুর পুরান বাজারে আওয়ামী লীগের অফিস ভাঙচুর

  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৯০ বার পঠিত হয়েছে

 মানিক দাস /// চাঁদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। ৩০ এপ্রিল শুক্রবার দুপুরে পুরান বাজার পূর্ব জাফরাবাদ এলাকার সামুগাজী সড়কের পাশে ওয়ার্ড আওয়মীলীগের অস্থায়ী কার্যালয়ে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পার্টি অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির ছবি ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর পুরান বাজার ফাঁড়ি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেনছেন।

এই ঘটনায় বর্তমানে ওই এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হাসান বলেন, আমরা জুম্মার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় একদল দুর্বৃত্ত দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ছবি সহ দলীয় ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে পালিয়ে যায়। এছাড়া যাকাতের জন্য রাখা ১ হাজার পিস শাড়ী কাপড়, ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে গেছে। তিনি আরো বলেন কিছুদিন আগে জাফরাবাদ এলাকায় স্ত্রী কর্তৃক স্বামীর গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছিল।

ওই মামলায় আমাদের বাড়ির দুই জনকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয়েছে। বাদীপক্ষ ওই মামলা থেকে আসামিদের নাম কেটে দিতে আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করে। মূলত সেই টাকা না দেওয়ায় মামলার বাদী সাজু গাজীর ছেলে মুকবুল, শুকুর, সিয়াম, নানু গাজীর ছেলে হাবিব গাজী, বাচ্চু গাজীর ছেলে শান্ত গাজী, বাচ্ছু খার ছেলে রাসেল খান সহ অজ্ঞাত আরও ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা জানতে পেরেছি।

এ বিষয়ে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ বেপারী বলেন,এই কার্যালয়টি আমাদের দলের ৩ নং ওয়ার্ডের অস্থায়ী একটি কার্যালয় হিসাবে ব্যবহার হয়ে আসছে। এখানে নির্বাচনের সময় নির্বাচনী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তিনি। পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনাটি কি ঘটেছিলো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com