রোববার (২৩ নভেম্বর) বিকেলে শহরের আদালতপাড়া, কদমতলা, নতুনবাজার পুলিশ ফাঁড়ির সামনে ও সিএনজি স্ট্যান্ডসহ কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করা হয়। এসময় চাঁদপুর-হাইমচর ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষে ভোট প্রদানের জন্যও ভোটারদের অনুরোধ করা হয়।
লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুনীর চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই নির্বাচনটি আপনারা (নেতা-কর্মীরা) কঠিনভাবে নিবেন, কারণ নির্বাচন অনেক কঠিক হবে। আমরা বিগত ১৭ বছর একমাত্র নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের পর আমরা অন্তঃভর্তীকালীন সরকার পেয়েছি, আর এই অন্তঃভর্তীকালীন সরকারের অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো এবং ধানের শীষের প্রার্থীককে বিজয়ী করবো। বিগত ১৭ বছর আমাদেরকে সাথে নিয়ে শেখ ফরিদ আহমেদ মানিক কাঁধে কাঁদ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। চাঁদপুর-৩ আসন থেকে যদি আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন, তাহলে সকলকে সাথে নিয়ে চাঁদপুরকে তিনি উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত করবেন। আপনারা স্বপ্নের চাঁদপুর গড়তে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন।
এসময় পৌর ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবিব উল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ শহীদ ঢালী, সমন্বয়কারী জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সালাউদ্দিন সেলিম, সাবেক পৌর বিএনপির দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ ভূঁইয়া, ১০নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক সোহেল গাজী, সহ-দপ্তর সম্পাদকমোঃ ইউসুফ মিয়াজী, পৌর যুবদলের সদস্য মিরন ভূঁইয়া, খোকন প্রধান, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মরু দাস, ১০নং ওয়ার্ড ৪নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, ১০ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক পূর্ণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।