মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
hello world চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডে গণসংযোগ করেন শেখ ফরিদ আহমেদ মানিক ওয়্যারলেস এলাকায় খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার প্রথম দায়িত্ব-   তোফায়েল আহমদ  খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর জেলা বিএনপির মিলাদ ও দোয়া চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ৩টি প্রতিষ্ঠানকে ২১,০০০/- টাকা জরিমানা। ইঁদুরের গর্তে পানি—তারপর উত্তেজনা! মাছ চুরি অভিযোগে দুই পক্ষের বিরোধ চাঁদপুরে নবাগত পুরিশ সুপার মুহম্মদ রবিউল হাসান সাংবাদিকদের সাথে মতবিনিময় চাঁদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেডে উন্নতিকরণের দাবিতে ২ ঘন্টা কর্মবিরতী মাহবুবুর রহমান শাহীন অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ – মহাসচিব নির্বাচিত বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন  বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি  চাঁদপুর জেলা শাখার প্রতিকী শাট ডাউন কর্মসূচী পালন 

চাঁদপুর বিপনিবাগ ও বাসস্ট্যান্ড এলাকায় খেলাফত মজলিসের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক।। খেলাফত মজলিসের উদ্যোগে চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকায় একটি ব্যাপক নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল চারটায় কলেজ মসজিদে আসর নামাজ আদায় শেষে এ গণসংযোগ শুরু হয়। এতে স্থানীয় জনগণের ভিড় ও উৎসাহ-উদ্দীপনা লক্ষণীয় ছিল।
গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর-৩ আসনের জনপ্রিয় প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ (প্রতীক: দেয়াল ঘড়ি)। তিনি বিপনীবাগ এলাকার দোকানপাট, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যাবলি, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন মতামত শোনেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তোফায়েল আহমেদ বলেন—
“চাঁদপুরবাসী ন্যায়, শান্তি, সুশাসন ও নিরাপত্তা চায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি কল্যাণভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য। জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি।”
তিনি আরও বলেন,
“নির্বাচনে বিজয়ী হলে এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, নদীভাঙন রোধ, ন্যায্য বাজারব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
গণসংযোগে জেলা ও শহর খেলাফত মজলিসের নেতৃবৃন্দও উপস্থিত থেকে বক্তব্য দেন। গণসংযোগে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা ইয়াসিন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারি ফারুক মুহাম্মদ নোয়াইম, মনির হোসেন শিফন, শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হামেদ, মোহাম্মদ ইয়াকুব, হেলাল উদ্দিন, মাওলানা সানাউল্লাহ প্রমুখ।
 তারা বলেন, এই গণসংযোগ প্রমাণ করে চাঁদপুরের মানুষ পরিবর্তন চায়—সৎ নেতৃত্ব, নৈতিক রাজনীতি ও জনকল্যাণমুখী উন্নয়নের প্রত্যাশা রাখে।
নেতৃবৃন্দ গণসংযোগে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন—“খেলাফত মজলিস শুধু প্রতিশ্রুতি দেয় না, কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চায়। জনতার ভোট ও দোয়া আমাদের পথচলার মূল প্রেরণা।”
গনসংযোগ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com