বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

চাঁদপুর মজুমদার বাড়ি দূর্গা পূজা মণ্ডপ কমিটি আহ্বায়ক বাদল মজুমদার 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোটার // চাঁদপুর শহরের অতি পুরনো বাড়ি মজুমদার বাড়ি। চাঁদপুর শহর তথা জেলাবাসী মজুমদার বাড়ি নামেই এ বাড়িটিকে চিনে। মজুমদার বাড়ির পূজা কমিটি ২০২৩ সালের আগস্ট মাসের ২৫ তারিখ বিলুপ্ত করা হয়। এ কমিটির আহ্বায়ক করা হয় মজুমদার বাড়ির  ওয়ারিশ বাদল মজুমদার কে। ওই সভায় কমিটির মাত্র ১০ জন সদস্য উপস্থিত ছিলেন। তবে ওই সময়ের সাধারন সম্পাদক সেই সভায় উপস্থিত না থাকায় তৎকালীন সভাপতি বাবুল চন্দ্র দে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় প্রকাশপায় বিগত বছর ২০২৩ পর্যন্ত কোনো আয় ব্যায় ও ব্যাংকের হিসার ও টাকার হিসাব সভায় পেশ করা হয় নাই। যার ফলে সকলের সিদ্ধান্তে কমিটি ভেঙে দেয়া হয়।ওই সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয় সকলের সিদ্ধান্ত মতে। সেখানে তৎকালীন সভাপতি বাবুল চন্দ্র দের প্রস্তাবনায় মজুমদার বাড়ির ওয়ারিশ  বাদল মজুমদারকে আহ্বায়ক করা হয়। উল্লেখ করা হয় নতুন কমিটি না হওয়া পর্যন্ত আহ্বায়ক বাদল মজুমদার সহ সকল সদস্য মণ্ডপ পরিচালনা করবে এমন সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বাদল মজুমদার, বাবুল চন্দ্র দে, দুলাল দত্ত, চন্দন কুমার দত্ত, বিজয় মজুমদার, রত্না মজুমদার, সরস্বতী মজুমদার, ঝন্টু দাস, শ্রী কৃষ্ণ সাহা, পলাশ মজুমদার । আহ্বায়ক বাদল মজুমদার জানান, সাবেক কমিটির কাছে বহুবার হিসাব নিকাশ চাইলে বিগত দু বছর ধরে দেই দিচ্ছি বলে তালবাহানা করে একেক বার এক এক নামে মন্দিরের কমিটি করছে।
শ্রী শ্রী মজুমদার বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ কমিটির নামে চলতি বছরের ১০ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬ টায় সাবেক সভাপতি বাবুল চন্দ্র দে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝন্টু দাসের স্বাক্ষরে নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দিরে সাধারন সভার আয়োজন করে। আলোচ্য বিষয় রাখা হয় মন্দির সংস্কার ও উন্নয়ন এবং বিবিধ। চাঁদপুরবাসীর কাছে প্রশ্ন যেখানে মজুমদার বাড়ির পূজা কমিটি ২০২৩ সালের ২৫ আগস্ট বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।  পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে এ  কোন কমিটি সাধারন সভার আয়োজন করেছে। আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাদল মজুমদার সেই সভায় উপস্থিত হয়ে সকল সদস্যদের সামনে সভা ডাকা কমিটির বিষয়ে জোর প্রতিবাদ জানালে হট্টগোলের সৃষ্টি হয়। পরবর্তিতে নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটি সভাটি বন্ধ করে দেয়।
ভুয়া এই কমিটির সাবেক সভাপতি বাবুল চন্দ্র দে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দাবীদার ঝন্টু দাস স্হানীয়  পত্রিকায় মজুমদার বাড়ি সার্বজনীন পূজা কমিটির সাধারণ সভা নামে সংবাদ প্রকাশ করে চাঁদপুরের  সনাতনীদের সাথে প্রতারনা করেছে। মুলত  সার্জনীন হয় তখনি যখন সবার সহযোগিতায় পূজা করা হয় তখনি। দূর্গা পূজা উদযাপন করা হয় সকলের সহযোগিতায়। মজুমদার বাড়ির এ মন্ডপে  দীর্ঘ বছর ধরে দূর্গা পূজাসহ নানান পূজা রিমতো করে আসছে।
বাতা প্রেরক
বাদল মজুমদার

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com