মানিক দাস // চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের সরকারি মোবাইল নাম্বার প্রতারক চক্র হ্যাক করে বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে মোটা অংকের টাকা ধার চাইছে।২৫ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩ টা থেকে হ্যাকারগণ অফিসার ইনচার্জ আব্দুর রশিদের ইমু আইডি হ্যাক করে প্রতারনা করে টাকা চাইছে।
অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নাম করে বিকাল ৩ টা ২৩ মিনিটে হ্যাকারগণ ২০ হাজার টাকা জরুরী ভিত্তিতে দাবী করে। হ্যাকারা বিকাশ কিংবা নগদে টাকা পাঠাতে বলে।বিকাশ নাম্বার দেয় তা হলো ০১৬১৩৮৯২০৬৪। এ নাম্বারে আব্দুর রশিদের কাছে টাকা চায়।
বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ আব্দুর রশিদ বলেন মঙ্গলবার বিকাল ৩ টায় চাঁদপুর মডেল থানার ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার ০১৩২০১১৫৯৮১ হ্যাক করে প্রতারক চক্র আইডি হ্যাক করে বিভিন্ন মোটা অংকের টাকা চাইছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ আব্দুর রশিদ নিজ থানায় সাধারন ডায়রী করেছে।ডায়রী ১৫৬১ তারিখ ২৫/১০/২০২২। তিনি জানান, আমার ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার হ্যাক হওয়ায় সকলকে অনুরোধ করেছি কেউ টাকা পয়সা চাইলে যেন না দেয়া হয়।