সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

চাঁদপুর মডেল থানার হাজতখানা এখন পাঠাগারে রূপান্তর 

  • আপডেটের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৮২ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর মডেল থানার অভিযুক্তদের রাখার স্হান  হাজতখানা এখন পাঠাগারে রূপান্তর করেছেন অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। তিনি চাঁদপুর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করার পর থেকে থানা ভবনটিকে আধুনিকায়তন করে তুলেছেন। যেন প্রধানমন্ত্রীর ঘোষণা স্মাট বাংলাদেশের আদলে চাঁদপুর মডেল থানাটিকে গুছিয়ে নিয়েছেন।
থানা ভবনের দ্বিতীয় তলার হাজতখানাটিতে আগে যে নোংরা পরিবেশ ছিল তা  আধুনিকায়তন করে সাজিয়ে তুলেছেন। আটক অভিযুক্তরা যেন হাজতে গরমে ভোগতে না হয় সে জন্য স্ট্যাণ্ড ফ্যানের ব্যবস্হা করে দিয়েছেন। দিয়েছেন প্রকৃতির ডাকে সারা দিতে ব্রাথরুম। শুধু এসবই নয়,হনজতে থাকা অভিযুক্তরা যাতে সময় কাঠাতে পারে সেজন্য হাজতখানার ভেতরে বই পড়া নামে একটি স্ট্যান্ড তৈরি করে তাতে বেশ কিছু উন্নতমানের দকমি বই দিয়েছেন। এসবই করেছেন অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ নিজ উদ্যোগে। হাজতে আসামীরা দিবা রাত্রি সেই বই পড়তে পড়তে বুকে বই নিয়ে ঘুয়ে পর্যন্ত যেতে দেখা যায়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ বলেন, বিচারের কাঠগরায় না যাওয়া প্রযন্ত আমরা কাউকে আসামী বলতে পারি না। তাকে সুরক্ষায় রাখা হলো  আমাদের কর্তব্য। হাজত খানায় যেন সে সুন্দর ভাবে থাকতে পারে তার মেধা ও মনোন বিকাশ করতে পারে সেজন্য আমরা হাজত খানায় বই পড়া নামে একটি স্ট্যাণ্ড তৈরি করে দিয়ছি। তারা সেখানে বই পড়তে পারছে তাদের পছন্দ মতো। হাজতিরা যে ভাবে বই পরছে, বুকে বই নিয়ে ঘুমিয়ে যাচ্ছে তা দেখে আমি আনন্দিত হচ্ছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com