মানিক দাস //চাঁদপুর মহাশ্মশানের বাৎসরিক শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী পূজা, ১৬ প্রহর হরিনাম সংকীর্তন পূজা ও বার্ষিক ত্রিনাথ ঠাকুরের মেলার আয়োজন করা হয়েছে। গত ২২ মার্চ মঙ্গলবার থেকে ২৬ মার্চ শনিবার পর্যন্ত চাঁদপুর মহাশ্মশান মন্দির কমপ্লেক্স মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী পূজা, সংকীর্তন, শীতলা পূজা, শ্মশান কালী পূজাসহ অন্যান্য মাঙ্গলিকক্রিয়া শিরু হয়েছে। এসকল অনুষ্ঠানে সনাতন ধর্ম ও মানবিকতার সুরক্ষায় কামনা করেছেন হরি বোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক।
গত ২২ মার্চ মঙ্গলবার অধিবাস ও পূজার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হয়েছে। ওই দিন সন্ধ্যা ৭ টায় পূজা অনুষ্ঠিত হয়। ২৩ মার্চ বুধবার সকাল ৯ টায় পূজার ঘট স্থাপন করা হয়। দুপুর দেড়টায় গুরুপূজা ও মধ্যাহ্নকালীন রাজভোগ অনুষ্ঠিত হয়।ওই দিন বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। পাঠ করেন রামগঞ্জের মানিক গোস্বামী। বিকেল পাঁচটায় গঙ্গা আবাহন ও অধিবাস পূজা অনুষ্ঠিত হয় । সন্ধ্যা সোয়া ৬ টায় দিবা রাত্রি ১৬ প্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়।তাতে নাম সুধা পরিবেশন করেন, পটুয়াখালী আদি নারায়ণ সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহলাদ সম্প্রদায়,বরিশালের রায় রামানন্দ সম্প্রদায়, বরগুনার জয় জগতবন্ধু সম্প্রদায়, ঢাকার তুলসী নারায়ন সেবা সংঘ ও চাঁদপুরের বলদেব সংঘ।
আজ ২৫ মার্চ শুক্রবার দুপুর ১২টায় ভোগারতির,দুপুর ২ টায় প্রসাদ বিতরন, সন্ধ্যা সোয়া ৬ টায় হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে।এ সকল অনুষ্ঠানে সকল সনাতন সম্প্রদায়ের ভক্তদের উপস্হিত থাকতে অনুরোধ করেছেন হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক।
২৬ মার্চ শনিবার দুপুর ১২ টায় কালীবাড়ি মন্দিরের শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হবে। রাত ৯ টায় চাঁদপুর মহাশ্মশানের কালী মন্দিরে বার্ষিক শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হবে।