ওই দিন বিকাল ৩ টায় শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। শ্রীমদ্ভাগবত পাঠ করেন লক্ষ্মীপুর রামগঞ্জের মানিক কৃষ্ণ গোস্বামী।
বিকেল সাড়ে ৪ টায় গঙ্গা আহবানের মধ্যদিয়ে মঙ্গল ঘট স্থাপন এবং অধিবাস অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ছয়টা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয়। ঢাকার তুলসী নারায়ন সম্প্রদায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে চাঁদপুর পৌর মহাশ্মশানের বাৎসরিক ২৪ প্রহর হরিনাম সংকীর্তন শুরু হয়।
এ বছর আরো নাম সুধা পরিবেশন করবে মাদারীপুরের প্রভু নিরঞ্জন সম্প্রদায়, পটুয়াখালীর আদি নারায়ণ সম্প্রদায়, বরিশালের রায় রামানন্দ সম্প্রদায়, সিলেটের গুরু ভাই সম্প্রদায় ও কুমিল্লার তারকব্রহ্ম সম্প্রদায়। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর হরি বোলার সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক,প্রফেসর রনজিত কুমার বণিক, প্রবীর পোদ্দার, বাপ্পী সিংহ রায়, জয় রাম রায়, বিরেন সাহা, অজয় মজুমদার, অমল রক্ষিত মনা, বিশ্বজিত, গৌতম বর্ধনসহ আরো অনেকে।
কীর্তন চলাকালীন সময়ে ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন শুক্রবার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগান্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনে সকল সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর হরি বোলার সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক ও সকল সদস্যগণ।
অশান্ত বিশ্বে আজ পারস্পরিক হানাহানি, মানব জীবন কুয়াশাচ্ছন্ন, মোহময় অন্ধকার দুরীভুত করতে, জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হরিনাম সংকীর্তন তাই জগত মঙ্গলার্থে প্রতি বছরের ন্যায় এবার ও মহাশ্মশান মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।