মানিক দাস // পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসায় উন্নতির প্রার্থনা করে চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী গনেশ পুজো অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৮ টা থেকে চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দিরে শ্রী গনেশ পুজো অনুষ্ঠিত হয়। স্হানীয় হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ীরা বছরের প্রথম দিনে শুভ হাল খাতা খুলার জন্য শ্রী শ্রী গনেশ পুজার আয়োজন করে। এ পূজার মাধ্যমে তারা নতুন বছরের হাল খাতা খুলে। সকালে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় শ্রী শ্রী গনেশ পুজোর কার্যক্রম। পূজার কার্যক্রম চলে বিকাল ৩ টার কিছু সময় পর পর্যন্ত। এরপর পূজা-অর্চনা শেষে ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।তাছারা হিন্দু সম্প্রদায়ের নারীরা সকাল থেকে চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দিরে তেল সিঁদুর নিয়ে সমবেত হতে থাকে। তারা মা কালী ও শীতলা মায়ের গাছে তেল সিঁদুর দিয়ে প্রার্থনা করে পুরো বছর যেন তারা স্বামী, সন্তান – সন্ততী, শশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন সুস্থতা শান্তিতে বসবাস করতে পারে।
চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দির ছাড়াও গোয়াখোলা সার্বজনীন দুর্গা মন্দির, গাঙ্গুলি পাড়া, পুরান বাজার বারোয়ারি মন্দিরে এ গনেশ পূজা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত,নতুন বছর সুস্থতা, আনন্দ, মঙ্গলের প্রার্থনায় পয়লা বৈশাখের দিনে তারা গণেশের কাছে আরাধনা করন। সনাতন ব্যবসায়ীদের মনে করেন, ধনদেবী ও সিদ্ধিদাতার আরাধনাতেই নতুন কিছু থেকে শুভ ফল লাভ হয়। আর সেই আশায় তারা গনেশ পূজায় অংশ নেয় ।