মানিক দাস//
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পূজা গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় সকল মন্দিরে নবপত্রিকা স্থাপন ও অষ্টমী বিহীত পূজা সম্পাদন হয়।তারপর শুরু হয় অঞ্জলি প্রদান।
আর দিনের শুরুতেই কুমারী পূজা, যেখানে দেবীকে কুমারী রূপে পূজা করা হয়। এই রীতির মাধ্যমে দেবীর আশির্বাদ ভক্তদের ওপর বেশি করে বর্ষিত হয়। পূজার ৫ দিনের মধ্যে এই দিনটিকেই সব থেকে পবিত্র বলে সনাতনীরা মনে করে। সেই কারণে প্রায় প্রত্যেকে সনাতনীরা সকালে উপবান ব্রত পালন করে মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করেন।এ দিন পূজার মধ্য দিয়ে পালন করা হয়। কুমারী পূজা প্রত্যেক মন্দিরে হয় না।

সকাল থেকে চাঁদপুর শহরের প্রতিটি মন্ডপে নারী পুরুষ তরুণ তরুণী আবাল বিদ্ধা বণিতা সব বয়সী সনাতনিরা উপবাস পালন করে দুর্গা মায়ের প্রতি অঞ্জলি প্রদানের জন্য ব্যস্ত সময় পার করে। নারী ও তরুণীরা দুর্গা মায়ের আশীর্বাদ পেতে বিভিন্ন প্রকারের ফলফলাদি নিয়ে পূজার ব্রত হয়। মন্ডপগুলো পুরোহিতের কণ্ঠস্বরে শুনে মন্ত্র পাঠের মধ্য দিয়ে দুর্গা মায়ের প্রতি অঞ্জলি আপন করে। সকাল থেকে শহরে রামকৃষ্ণ মিশন ও আশ্রম,শ্রী শ্রী কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, পুরান বাজার হরিসভা মন্দির, দাস পাড়া মন্দির সহ সকল মন্দিরে কয়েকবার করে অঞ্জলি প্রদান করা হয়। অঞ্জলি প্রদান শেষে তরুণ-তরুণীরা মহা অষ্টমীর পূজার আনন্দে মেতে ওঠ।বিকেলের পর থেকে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা শহর অভিমুখী হয়ে উঠে। পর্যন্ত বিভিন্ন যানবাহন নিয়ে শহরের অনুষ্ঠিত শারদীয় দূর্গা উৎসব উপভোগ করে। সন্ধ্যায় ঢাকের তালে তালে আরতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার মহানবমী এবং মঙ্গলবার মহাদশমী পূজা শেষে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।