খেলাফত মজলিস , চাঁদপুর শহর শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতার জেলা সভাপতি তোফায়েল আহমদ বলেন, জাতিসংঘের নামে মানবাধিকার কার্যালয় স্থাপন করে আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ও আদর্শকে প্রশ্নবিদ্ধ করার গভীর চক্রান্ত শুরু হয়েছে। এই অফিস যেখানেই গিয়েছে, সেখানেই তারা তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, রাষ্ট্রের ভেতরে ভাঙন ধরিয়েছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—জাতিসংঘের এই অফিস বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা নয়, বরং একটি গোপন এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম। তারা ইসলামপন্থিদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে একটি পরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের পথে হাঁটছে।
অধিবেশনে বক্তারা যথার্থভাবেই বলেছেন—‘জঙ্গি’ শব্দটির অপব্যবহার করে ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার চালানো হচ্ছে।

যারা ইসলামি রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেন, যারা শান্তিপূর্ণ উপায়ে শরিয়াভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান—তাদের কণ্ঠরোধ করা হচ্ছে, তাদেরকে হুমকি হিসেবে দেখানো হচ্ছে।
এই অপসংস্কৃতি দীর্ঘদিন ধরে আওয়ামী শাসকগোষ্ঠী চালু করেছিল। তবে আজ সময় পাল্টেছে। দেশের তৌহিদি জনতা আজ জেগে উঠেছে। তারা অভ্যুত্থানের মাধ্যমে স্পষ্ট বার্তা দিচ্ছে—বাংলাদেশ ধর্মহীন রাষ্ট্র নয়, এটি লাখো শহীদের ত্যাগে অর্জিত মুসলিম জনতার রাষ্ট্র। এই দেশে ইসলাম থাকবে, ইসলামের কথা বলা যাবে, ইসলামের জন্য কাজ করা যাবে ইনশাআল্লাহ।
আমরা জাতিসংঘের এই হস্তক্ষেপকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা চাই, জাতিসংঘ তার অবস্থান পর্যালোচনা করুক এবং ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারকে সম্মান করুক।
গতকাল জোড় পুকুরপাড়স্থ চাঁদ টাওয়ারের জেলা মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার পূনর্গঠন ও মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন শহর শাখার সভাপতি এস. এম. সুলতান আহমাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম।
গোপন ভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হন এস. এম. সুলতান আহমাদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাওলানা রফিকুল ইসলাম।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
সভাপতি: এস. এম. সুলতান আহমাদ
সহ-সভাপতি:
- হাফেজ মাওলানা হাবীবুর রহমান
- হাফেজ মাওলানা আবুল খায়ের
- হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক
সাধারণ সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা ফয়েজ মোহাম্মদ হামেদ
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা নূরুল আমীন
বায়তুলমাল সম্পাদক: আবদুল হামিদ গাজি
প্রচার সম্পাদক: মাওলানা হুমায়ন কবীর
সমাজকল্যাণ সম্পাদক: মোহাম্মদ জয়নাল আবেদীন
অফিস সম্পাদক: হাফেজ মহিউদ্দিন খান
সাংস্কৃতিক সম্পাদক: মোহাম্মদ ইব্রাহিম
তথ্য প্রযুক্তি সম্পাদক: ইঞ্জিনিয়ার আনিসুর রহমান
শিক্ষা সম্পাদক: মাওলানা ওমর ফারুক
দাওয়াহ সম্পাদক: মাওলানা সাইফুল ইসলাম আখন
সহকারী প্রশিক্ষণ সম্পাদক: হাফেজ মাওলানা সাইফুল ইসলাম
মহিলা বিষয়ক সম্পাদিকা: মিসেস শামীমা নাসরীন
সহকারী মহিলা বিষয়ক সম্পাদিকা: মিসেস রেহেনা বেগম
সদস্য:
- হেলাল উদ্দিন
- মানিক মিজি
- ওমর ফারুক
- মোহাম্মদ কামাল উদ্দিন
প্রধান অতিথি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান।