স্টাফ রিপোটার // চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের
নেতৃবিন্দ সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর পর্যন্ত পূজা মণ্ডপ গুলো ঘুরে ঘুরে তাদের মণ্ডপে কোনো ধরনের সমস্যা আছে কিনা তার খুজ খবর নেন।
চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবিন্দ প্রথমে চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চর বাকিলা বড় সূত্রধর বাড়ি,শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া দত্ত বাড়ি,কল্যানপুর ইউনিয়নের ডাসাদি বড় সূত্রধর বাড়ি, চাঁদপুর শহরের শ্রী শ্রী কালি বাড়ি মন্দির, প্রতাপ সাহা রোড দূর্গা মন্দির ,পালপাড়া শীতলা মায়ের মন্দির, গোপাল জিউর আখড়া, কদমতলা অকাল বোধন সংঘ, প্রদীপ গুহের বাড়ি,মেথা রোড দূর্গা মন্দির, পুরান বাজার দাসপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, বাদামতলি প্রভাতি সার্বজনীন দূর্গা পূজা কমিটি , হরিসভা মন্দির, নিতাইগঞ্জ,পুরান বাজার হরিজন পল্লী, বারোয়ারী মন্দির, মৈশাল বাড়ি,পুরান বাজার ঘোষপাড়া সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর,প্রচার সম্পাদক মানিক দাসসহ বিভিন্ন পূজা মণ্ডপের কর্মকর্তাগণ।