১ নভেম্বর বুধবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চারতলা ভবনের নিচ তলার এক্সরে ও প্যাথলজি বিভাগে ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তত্বাবধায়ক ডাঃএকেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর মেডিকেল কলেজর অধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ, আরএমও ডাঃ আসিবুল আহসান চৌধুরীও (আসিব), আরএমও ডাঃ নাজমুল হাসান রাজু, ইএমও ডাঃ মিজানুর রহমান, জেলা বিএমএ সাধারন সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, চাঁদপুর মেডিকেল কলেজর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল আহমেদ, ডাঃ সাহাদাত হোসেনসহ সকল চিকিৎসক ও মেডিকেল কলেজর শিক্ষক ও শিক্ষার্থীগণ।
উদ্ধোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওঃ হাবিবুল্যাহ।
উদ্ধোধন শেষে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের প্রতিটি ইউনিট পরিদর্শন করেন।