১২ অক্টোবর রোববারের হিসাব অনুযায়ী হাসপাতালে মোট ৪২৭ জন রোগী ভর্তি রয়েছে। যেখানে হাসপাতালের শয্যা সংখ্যা মাত্র ২৫০। অর্থাৎ, অনুমোদিত শয্যার চেয়ে ১৭৭ জন বা প্রায় ৭০% অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।
খবর নিয়ে জানা যায়, হাসপাতালের ২য় তলায় সাধারণত পুরুষ ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, যদিও তথ্যে পুরুষ ওয়ার্ডে বরাদ্ধ ৬০ টি বেড কিন্তু রোগীর চাপে বাড়তি ২৮ টি বেড বারান্দায় পাতা হয়েছে। যেখানে পুরুষ ওয়ার্ডে রোববার ভর্তি রোগীর সংখ্যা মোট ১১৫ জন। এছাড়া হাসপাতালের ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে এদিন ভর্তি রোগীর সংখ্যা ১২৩ জন, যা অন্য ওয়ার্ডগুলোর মধ্যে সর্বোচ্চ।
শিশু ওয়ার্ডের ৩য় তলাও রোগীর চাপ বেশি, যেখানে ভর্তি ৭৮ জন শিশু।
এছাড়া, সিসিইউ ক্যার্ডিওলজি বিভাগে ২৮ জন, গাইনীতে ৩৬ জন, কেবিনে ৩১ জন, নবজাতকের স্ক্যানো বিভাগে ১১ জন, আইসিওতে ২ জন এবং ওয়ানস্টপ ইর্মাজেন্সি কেয়ারে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
রোগীর এই লাগামহীন চাপের কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে ও পেছনে খোলা বারান্দায় অতিরিক্ত বেড পেতে রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিশেষ করে গরমকাল এবং বিভিন্ন মৌসুমী রোগব্যাধি বাড়ায় এই চাপ আরো বেড়েছে বলে মনে করা হচ্ছে।
রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বারান্দায় চিকিৎসা নেওয়ায় যেমন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হচ্ছে না, তেমনি অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে নতুন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে। একইসঙ্গে এত বিপুল সংখ্যক রোগীর জন্য পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামাদির সংকটও প্রকট।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান জানান, গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে অনেক রোগীর চাপ রয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০-এর বেশি রোগীর চাপ নিতে হচ্ছে। এই সমস্যা সমাধানে দ্রুত শয্যা সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।