বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা

  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল রোগীর চাপে বেরেই চলছে। হাসপাতালের ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্সরা ও ব্রাদাররা ।
হাসপাতালের ওয়ার্ড অভ্যন্তরের শয্যাগুলি পূর্ণ হয়ে যাওয়ায় রোগীদের ঠাঁই হয়েছে এখন বারান্দা ও মেঝেতে। হাসপাতালের বারান্দায় শয্যা পেতে চিকিৎসা নেওয়ার দৃশ্যই হাসপাতালের বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।
​১২ অক্টোবর রোববারের হিসাব অনুযায়ী হাসপাতালে মোট ৪২৭ জন রোগী ভর্তি রয়েছে। যেখানে হাসপাতালের শয্যা সংখ্যা মাত্র ২৫০। অর্থাৎ, অনুমোদিত শয্যার চেয়ে ১৭৭ জন বা প্রায় ৭০% অতিরিক্ত রোগী ভর্তি রয়েছে।
খবর নিয়ে জানা যায়, ​হাসপাতালের ​২য় তলায় সাধারণত পুরুষ ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়, যদিও তথ্যে পুরুষ ওয়ার্ডে বরাদ্ধ ৬০ টি বেড কিন্তু রোগীর চাপে বাড়তি ২৮ টি বেড বারান্দায় পাতা হয়েছে। যেখানে পুরুষ ওয়ার্ডে রোববার ভর্তি রোগীর সংখ্যা মোট ১১৫ জন। এছাড়া হাসপাতালের ৪র্থ তলার ​মহিলা ওয়ার্ডে এদিন ভর্তি রোগীর সংখ্যা ১২৩ জন, যা অন্য ওয়ার্ডগুলোর মধ্যে সর্বোচ্চ।
​শিশু ওয়ার্ডের ৩য় তলাও রোগীর চাপ বেশি, যেখানে ভর্তি ৭৮ জন শিশু।
​এছাড়া, সিসিইউ ক্যার্ডিওলজি বিভাগে ২৮ জন, গাইনীতে ৩৬ জন, কেবিনে ৩১ জন, নবজাতকের স্ক্যানো বিভাগে ১১ জন, আইসিওতে ২ জন এবং ওয়ানস্টপ ইর্মাজেন্সি কেয়ারে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।
​রোগীর এই লাগামহীন চাপের কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের সামনে ও পেছনে খোলা বারান্দায় অতিরিক্ত বেড পেতে রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিশেষ করে গরমকাল এবং বিভিন্ন মৌসুমী রোগব্যাধি বাড়ায় এই চাপ আরো বেড়েছে বলে মনে করা হচ্ছে।
​রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, বারান্দায় চিকিৎসা নেওয়ায় যেমন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হচ্ছে না, তেমনি অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা নিতে গিয়ে নতুন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কাও তৈরি হচ্ছে। একইসঙ্গে এত বিপুল সংখ্যক রোগীর জন্য পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সরঞ্জামাদির সংকটও প্রকট।
​হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান জানান, গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে অনেক রোগীর চাপ রয়েছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ২৫০ শয্যার হাসপাতালকে ৫০০-এর বেশি রোগীর চাপ নিতে হচ্ছে। এই সমস্যা সমাধানে দ্রুত শয্যা সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com