বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাচন সম্পন্ন

  • আপডেটের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস //
চাঁদপুর সাহিত্য একাডেমির ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কার্যনির্বাহী পরিষদ গঠিত হলো সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। শনিবার (৩১ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সম্পন্ন হয় এই ভোটগ্রহণ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান ও মোহাম্মদ নাজমুল হুদা। ভোটগ্রহণ শেষে নির্বাচন কর্মকর্তা, উপস্থিত ভোটার ও প্রার্থীদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমি, চাঁদপুর এর সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।
জানা গেছে, চাঁদপুর সাহিত্য একাডেমি কার্যনির্বাহী পরিষদ কমিটির সভাপতি পদাধিকারবলে জেলা প্রশাসক। নির্বাচনে ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৬জন প্রার্থী। এ দিন ১২৬ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৯৭জন ভোটার। তাদের প্রত্যক্ষ গোপন ব্যালটের ভোটে নির্বাচিত হয় কার্যনির্বাহী পরিষদের ১২ জন। উল্লেখ্য, কার্য নির্বাহী পরিষদের ১৫ জন নির্বাচনের কথা থাকলেও ইতিপূর্বে তিনটি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে  মহাপরিচালক পদে কবি ও লেখক কাদের পলাশ এবং পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক।
সাহিত্য একাডেমি নির্বাচন কমিশন তথ্য মতে, ১২টি পদে যে সকল প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে  আব্দুল্লা হিল কাফী, ( ৭৪ ভোট) পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হন
পরিচালক পদে (গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন
আশিক বিন রহিম।
 নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার করেন  ১৭ জন প্রার্থী। তাদের মধ্য থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ১০জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যরা হলেন, নুরুন্নাহার মুন্নি (প্রাপ্ত ভোট ৭৮), মোকলেসুর রহমান (প্রাপ্ত ভোট ৭৪), সুমন কুমার দত্ত (প্রাপ্ত ভোট ৭২), মির্জা জাকির (প্রাপ্ত ভোট ৬৯), কবির হোসেন মিজি (প্রাপ্ত ভোট ৬৬), মনিরুজ্জামান বাবলু (প্রাপ্ত ভোট ৫৫), উজ্জ্বল হোসাইন (প্রাপ্ত ভোট ৫৫), মহিউদ্দিন রাসেল (প্রাপ্ত ভোট ৫১), আল আমিন (প্রাপ্ত ভোট ৫১) ও নুরুল ইসলাম ফরহাদ (প্রাপ্ত ভোট ৫০)।
সাহিত্য একাডেমি চাঁদপুর এর নির্বাচন পরিচালনাকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান সরকার ও সহকারী কমিশনার নাহিদ ইকবাল।
সাহিত্য একাডেমি চাঁদপুর এর ৪০ বছরের ইতিহাসে এবারই প্রথম সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলো কার্যনির্বাহী পরিষদ। ভোট দিতে পেরে খুশি নবীন-প্রবীণ সাহিত্যিকরা। নতুন নেতৃত্বের মাধ্যমে চাঁদপুরের সাহিত্যাঙ্গন আরো সমৃদ্ধ হবে এমনটাই প্রত্যাশা ছিল উপস্থিত সাহিত্যিকদের ।
নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, নির্বাচিত এ কমিটি সাহিত্য চর্চা আরো বেগবান করবে। এসময় তিনি নির্বাচন আয়োজনে সাহিত্য একাডেমির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার বিষয়ে একাডেমির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
 সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালে। সবশেষ কমিটি হয় ২০১৩ সালে।এবছরই সদস্যদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com