গোলাম নবী খোকনঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলের নীতিনির্ধারক। চাঁদপুর -২ আসন থেকে হাফ ডজনেরও বেশি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, এর মধ্যে থেকে যাচাই বাছাই করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালালউদ্দিন কে মনোনয়ন দিয়েছেন দলটি, এরই মধ্যে যারা মনোনয়ন থেকে বাদ পরেছে এদের মধ্যে তিন জন প্রার্থী যার যার প্রচারণার মধ্যে দিয়ে মনোনয়ন রিভিউ চেয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা হলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা শুভ, ঢাকা উত্তর ড্যাব এর সভাপতি ও জেলা বিএনপির সদস্য ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম ও জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুকুর পাটোয়ারী। বাকী চার জন ড. জালালউদ্দিন এর পক্ষে কাজ করছেন। তারা হলেন মেডিসিন ডীন অধ্যাপক ডাঃ শামীম আহমেদ, ড্যাব নেতা ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি, কেন্দ্রীয় কৃষক দলের নেতা ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপুও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজহারুল হক মুকুল। গত ২৪ নভেম্বর বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় জনসংযোগ ও পথ সভা করেন চাঁদপুর ২ আসনের বিএনপি কর্তৃক মনোনীত ধানের শীষের প্রাথী আলহাজ্ব ড. মোহাম্মদ জালালউদ্দিন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নীতিনির্ধারকরা যাচাই-বাছাই করেই আমাকে মনোনয়ন দিয়েছে এবং যারা মনোনয়ন পাননি তারা বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলেন কিন্তু এখন দেখছি মনোনয়ন বঞ্চিত কয়েক জন তারা বিএনপির মনোনীত প্রার্থীকে বাদ দেয়ার জন্য রিভিউ চান। তিনি বলেন রিভিউ বাদ দিয়ে সবাই ঐক্যব্ধ হয়ে দল ও ধানের শীষের পক্ষে কাজ করুন। এটা রিভিউ করার মত মনোনয়ন নয়, এটাই চুড়ান্ত মনোনয়ন। নির্বাচন অতি সন্নিকটে, জনে জনে ঘরে ঘরে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দাবি বাস্তবায়ন ও ধানের শীষের ভোট চান। সকলে ঐক্য বদ্ধ হউন, দলকে সাংগঠনিক ভাবে শক্তি শালী করুন। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, বিএনপিতে কোন চাঁদাবাজ ও মাদক সেবীদের ঠাই নেই, হয় ভাল হউন না হয় দেশ ত্যাগ করুন। তিনি তিন তিন বারের প্রধান মন্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্ত্বার মাগফিরাত কামনা করেন। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌর সভার সাবেক সফল মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগাচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, ছেংগারচর পৌ বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক দলের সভাপতি বাবুল ফরাজি, মতলব পৌর বিএনপির সভাপতি সোহেব সরকার, মতলব উত্তর উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ জানান টিপু, মতলব দক্ষিণ উপজেলা যুব দলের যুগ্ন সাধারণ সম্পাদক এজিএস জহির, মতলব পৌর যুব দলের সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুব দলের যুগ্ন সম্পাদক মিরান হোসেন মিয়াজী, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল আহমেদ পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল প্রধান, যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জিসান, থানা যুবদলের সদস্য ফরহাদ হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন, মতলব উত্তর উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটেয়ারী, সাংগঠনিক সম্পাদক জুম্মন তারেক, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক হাকিম মোল্লা সহ অসংখ্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।