সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি প্রথমে চাঁদপুুর শহরের কালীবাড়ি মন্দির, নতুন বাজার গোপাল জিউর আখড়া, ঘোষ পাড়া , গুয়াখোলা সহ বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারী সহ ভক্তবৃন্দদের সাথে আলোচনা করেন।
এ সময় তার সাথে জেলা গণফোরামের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সহ- সভাপতি খোকন পোদ্দার, অধ্যক্ষ মুনীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশ্রাফ বাবু সরকার, কালিবাড়ি মন্দির উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডঃ প্রভাস সাহা, সদস্য লিটন চৌধুরী, অজয় মজুমদার, রতন মিত্র, হারাধন, জেলা গণফোরামের যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, সদর উপজেলার সভাপতি মিজা রুহুল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গাজী , ফরিদগঞ্জের সভাপতি মামুন গাজী, শহর গণফোরামের সভাপতি অ্যাড. আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিয়াজী, মহিলা গণফোরাম সভানেত্রী অ্যাড. জেসমিন বেগম, গণফোরাম নেতা হারুনুর রশিদ, রিপন মিজি, আলম খান, করিম গাজী, সোহাগ মজুমদার সহ গণফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।