মানিক দাস // পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধান মন্ত্রীর বিশেষ বরাদ্ধের ভিজিএফ কার্ডের চাউল বিতরন করা হয়েছে।
চান্দ্রা ইউনিয়নে ১ হাজার ৩ শ ৬৯ টি পরিবার কে বিশেষ বরাদ্ধের ভিজিএফ কার্ডে ১০ কেজি পরিমান চাউল তেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে নির্ধারিকসকার্ডধারিদের এ চাউল দেয়া হয়।এসময় উপস্হিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা তাপস কুমার দাস।
সচিব বিল্লাল হোসেন, ইউপি সদস্য খাদিজা বেগম, নারর্গিস বেগম,পারভিন বেগম, খাজা আহাম্মদ পাটোয়ারী, আলী আহম্মদ কবিরাজ, রুবেল শেখ, আলমগীর মিজি, খোকন ভূইয়া, ছলেমান শেখ, আবুল কালাম পাটোয়ারী, মিজানুর রহমান, আঃ কুদ্দুস শেখসহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগনেতৃবিন্দু।