বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক অমি ও তার বন্ধু কিশোরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করে। মৃত্যুর খবর শুনে নিহত ২ জনের পরিবারের স্বজনরা হাসপাতলে এসে কান্নায় আহাজারি করতে থাকে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই বিল্লাল ও মহসিন হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।
সড়ক দুর্ঘটনায় নিহত অমি সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাঁদ গ্রামের ঢালী বাড়ির নজরুল ইসলাম ঢালীর ছেলে। তার বন্ধু কিশোর একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও পিকআপ গাড়িটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুরান বাজার ডিগ্রী কলেজের ছাত্র অমি তার বন্ধু কিশোরকে নিয়ে মোটরসাইকেল ভাড়া করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়িটি পুরান বাজার থেকে মাল নিয়ে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে সংঘর্ষ হয়।
ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
সড়ক দুর্ঘটনায় এভাবে এর পূর্বেও চান্দ্রা চৌরাস্তায় বহু প্রাণ ঝরে গেছে।