আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ময়ুরপুর গ্রামের সবজি বিক্রেতা মোঃ আক্তারুজ্জামান নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি গতকাল ৬ই জুন সোমবার রাত ১০:২০ মিনিটের সময় মোবাইল ফোন একটি কল এলে ঘর থেকে বেরিয়ে যায় মোহাম্মদ আখতারুজ্জামান। পরবর্তীতে রাত ১২টা পর্যন্ত ঘরে ফেরেনি মনিরুজ্জামান।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর রাত দুইটার সময় হাতিমের আমবাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। চৌদ্দগ্রাম থানা পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়, পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা আত্মফাঁসিতে ঝুলে হত্যা করেছে মোহাম্মদ আখতারুজ্জামান। তবে পরিবারের লোকজনের দাবি মোবাইল ফোনে ডেকে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে তবে, কে বা কারা হত্যা করেছে এই বিষয়ে কিছু জানায়নি পরিবার।