মানিক দাসঃ বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের অভিষেক-২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে খুবই আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, অনুষ্ঠানে এসে দেখলাম যারা প্রেসক্লাবের সদস্য তাদের মধ্যে অনেকেই ফটোজার্নালিস্টেও আছেন। অতএব আপনাদের দাবী অফিস। সেটিও আপনারা মিলেমিশে থাকলে সমস্যা হবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ছবি তোলার মাধ্যমে অসঙ্গতি তুলে ধরবেন এবং চাঁদপুরবাসীকে সংশোধন করবেন। জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য সব সময় সহযোগিতা ও সমর্থন থাকবে।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডঃ মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী।
শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য সাংবাদিক আহম্মদ উল্যাহ।
অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয় জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মুনির চৌধুরী, অ্যাডঃ মো. শাহজাহান মিয়া।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়-বিশিষ্ট চিকিৎসক শাহাবুদ্দিন, চান্দ্রা শিক্ষিত বেকার সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন শেখ, ক্লিন চাঁদপুরের চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ, আলিফ ল্যান্ডমার্ক ডেভোলাপার ব্যবস্থাপনা পরিচালক এএইচএম জামাল সাকিব, ইনোভেশন হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজ আখন্দ, ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের চীফ অপারেটিং অফিসার মো. ফয়সাল খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোবারক হোসেন সিকদার, সংগঠনের প্রতিষ্ঠাতা আলম পলাশ ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে অভিষিক্ত হন-সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি এসএম সোহেল, সহ সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গাজী মো. ইমাম হোসেন, কার্যকরি সদস্য এম এ লতিফ, কে এম মাসুদ, মিজান লিটন ও অভিজিৎ রায়। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সাংবাদিক পরিবারের সদস্য ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।সভার শুরুতে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক কে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের সভাপতিসহ অন্যান্যরা।