সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোহানের ফুটবল খেলার নৈপূর্নের কিছি চিত্র। বল পায়ে তার ড্রিবল, পাস, কিংবা গোল করার স্টাইল যেন প্রমাণ করে প্রতিভা শুধু শহরের একাডেমি থেকেই জন্মায় না, গ্রামীণ ধুলোমাটিতেও জন্ম নেয় রত্ন।
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে আছে এমন হাজারো সোহান—অভাব, অনিশ্চয়তা, আর অবহেলায় স্বপ্নগুলো ঝরে পড়ে সময়ের আগেই। কিন্তু কেউ কেউ সব প্রতিকূলতাকে হার মানিয়ে আলো হয়ে ওঠে।
সোহানের বাবা মো. সোহেল প্রধান পেশায় সাইকেল মেকানিক। দিনমজুরির টাকায় কোনো রকমে চলে সংসার। জুতা তো দূরের কথা, কোচিংয়ের খরচ চালানোই অসম্ভব। তবু সন্তানের চোখে ফুটবল খেলার স্বপ্ন দেখে দিনশেষে কষ্ট ভুলে যান এই বাবা।
জুতা কিনে দিতে পারি না, তবু স্বপ্ন দেখি আমার ছেলে দেশের হয়ে খেলবে। আবেগভরা কণ্ঠে বললেন বাবা সোহেল প্রধান। তিনি বলেন, আমার ছেলের স্বপ্ন পূরণে আমি একা কিছু করতে পারবো না, সোহানের জন্য সবার এগিয়ে আসতে হবে। তাহলে আমার আমাদের সবান স্বপ্ন পূরণ হবে।
সোহানের ভাষায়, আমি দেশের হয়ে খেলতে চাই। মেসির মতো ফুটবলার হতে চাই। ছেলেটার কথা বলার ভঙ্গি আর চোখে জ্বলে ওঠা আত্মবিশ্বাসে বোঝা যায় স্বপ্নটা মিথ্যে নয়।
প্রতিভা আছে, দরকার শুধু সহযোগিতা। স্থানীয়রা বলছেন, সোহান কেবল সাড়ে পাঁচআনী গ্রামের নয়, সে পুরো দেশের সম্পদ। একটু সাপোর্ট পেলে যেতে পারে অনেক দূর।
স্থানীয় মোবারক হোসেন বলেন, সোহানের বাবার সামর্থ্য নেই ছেলেকে ভালো একটি ক্লাবে ভর্তি করাবে। এক্ষেত্রে সরকারের উচিত সোহানকে ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলার তৈরি করে তুলা। তাহলেই সোয়ানের প্রতিভাটা টিকে থাকবে এবং একদিন বড় খেলোয়াড় হবে।
কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, সোহানের চোখে সেই সম্ভাবনার আলো স্পষ্ট।আমরা যদি একটু এগিয়ে আসি, হয়তো একদিন এই শিশুই লাল-সবুজের পতাকা হাতে মাঠ কাঁপাবে বিশ্বমঞ্চে। সোহান সত্যিকারের প্রতিভাবান। বিষয়টি ক্রীড়া সংস্থা ও প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সোহান শুধু চাঁদপুর নয়, পুরো দেশের সম্পদ। আমি ও জেলা জেলা ক্রীড়া অফিসার সোহানের বাড়িতে, তার খেলা দেখতে যাবো। আমরা সোহানের পরিবারের সঙ্গে কথা বলবো, যদি কোন সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমরা সব ধরণের সাপোর্ট করবো।