রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি  ঢাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহানকে আটক ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যা প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন ২৪’এর গণঅভ্যুত্থানের বিজয় বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বিজয় মিছিল অনুষ্ঠিত দেশে নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে : অধ্যাপক তানভীর হুদা  চান্দ্রা চৌরাস্তায় মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু 

ছোট্ট সোহানের ফুটবল নৈপুণ্যে মুগ্ধ সবাই //  স্বপ্ন বিশ্ব সেরা খেলোয়ার হওয়ার 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২ বার পঠিত হয়েছে
মানিক দাস // ভোরবেলা যখন সবাই বিভোর ঘুমে ডুবে থাকে তখন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচআনী গ্রামের ছোট্ট সোহান ফজরের নামাজ সেরে ছুটে যায় মাঠে ফুটবলের প্র্যাকটিস করতে।
বয়স আর কতইবা, ছয় বা সাড়ে ছয় বয়স। পড়ছে প্রথম শ্রেণিতে। নেই ভালো বল, নেই একজোড়া জুতাও, তবু চোখে বড় স্বপ্ন একদিন দেশের জার্সি গায়ে খেলবে, হবে মেসির মতো একজন তারকা ফুটবলার।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সোহানের ফুটবল খেলার নৈপূর্নের কিছি চিত্র। বল পায়ে তার ড্রিবল, পাস, কিংবা গোল করার স্টাইল যেন প্রমাণ করে প্রতিভা শুধু শহরের একাডেমি থেকেই জন্মায় না, গ্রামীণ ধুলোমাটিতেও জন্ম নেয় রত্ন।
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে আছে এমন হাজারো সোহান—অভাব, অনিশ্চয়তা, আর অবহেলায় স্বপ্নগুলো ঝরে পড়ে সময়ের আগেই। কিন্তু কেউ কেউ সব প্রতিকূলতাকে হার মানিয়ে আলো হয়ে ওঠে।
সোহানের বাবা মো. সোহেল প্রধান পেশায় সাইকেল মেকানিক। দিনমজুরির টাকায় কোনো রকমে চলে সংসার। জুতা তো দূরের কথা, কোচিংয়ের খরচ চালানোই অসম্ভব। তবু সন্তানের চোখে ফুটবল খেলার স্বপ্ন দেখে দিনশেষে কষ্ট ভুলে যান এই বাবা।
জুতা কিনে দিতে পারি না, তবু স্বপ্ন দেখি আমার ছেলে দেশের হয়ে খেলবে। আবেগভরা কণ্ঠে বললেন বাবা সোহেল প্রধান। তিনি বলেন, আমার ছেলের স্বপ্ন পূরণে আমি একা কিছু করতে পারবো না, সোহানের জন্য সবার এগিয়ে আসতে হবে। তাহলে আমার আমাদের সবান স্বপ্ন পূরণ হবে।
সোহানের ভাষায়, আমি দেশের হয়ে খেলতে চাই। মেসির মতো ফুটবলার হতে চাই। ছেলেটার কথা বলার ভঙ্গি আর চোখে জ্বলে ওঠা আত্মবিশ্বাসে বোঝা যায় স্বপ্নটা মিথ্যে নয়।
প্রতিভা আছে, দরকার শুধু সহযোগিতা। স্থানীয়রা বলছেন, সোহান কেবল সাড়ে পাঁচআনী গ্রামের নয়, সে পুরো দেশের সম্পদ। একটু সাপোর্ট পেলে যেতে পারে অনেক দূর।
স্থানীয় মোবারক হোসেন বলেন, সোহানের বাবার সামর্থ্য নেই ছেলেকে ভালো একটি ক্লাবে ভর্তি করাবে। এক্ষেত্রে সরকারের উচিত সোহানকে ভালোভাবে পড়াশোনা ও খেলাধুলার তৈরি করে তুলা।  তাহলেই সোয়ানের প্রতিভাটা টিকে থাকবে এবং একদিন বড় খেলোয়াড় হবে।
কলাকান্দা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, সোহানের চোখে সেই সম্ভাবনার আলো স্পষ্ট।আমরা যদি একটু এগিয়ে আসি, হয়তো একদিন এই শিশুই লাল-সবুজের পতাকা হাতে মাঠ কাঁপাবে বিশ্বমঞ্চে। সোহান সত্যিকারের প্রতিভাবান। বিষয়টি ক্রীড়া সংস্থা ও প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। তার পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সোহান শুধু চাঁদপুর নয়, পুরো দেশের সম্পদ। আমি ও জেলা জেলা ক্রীড়া অফিসার সোহানের বাড়িতে, তার খেলা দেখতে যাবো। আমরা সোহানের পরিবারের সঙ্গে কথা বলবো, যদি কোন সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই আমরা সব ধরণের সাপোর্ট করবো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com