মোহাম্মদ নুরে আলম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নে গনসংযোগ করেছেন।
শনিবার(১৬আগস্ট) বিকাল ৩ টায় মনিহার কারমাঙ্গা বাজার, ছোট সুন্দর , আলগী বাজার সহ বিভিন্ন জায়গায় গনসংযোগ লিফলেট বিতরন কালে
আজম খান আরো বলেন, আমি চাঁদপুর-৩ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী, আরো একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই দলের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবো, কারণ ব্যক্তির চেয়ে দলকে সবার আগে প্রাধান্য দিতে হবে।
গনসংযোগ চলাকালিণ আজম খান বিভিন্ন মাঠে শিশুদের মাঝে ফুটবল দেন
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ খান ও সাবেক ছাত্রনেতা এমদাদুল হক মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।