মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

জনশুমারি দেশের উন্নয়ন পরিকল্পনার হাতিয়ার : শিক্ষামন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৪২ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি
‘জনশুমারিকে দেশের উন্নয়ন পরিকল্পনার অন্যতম হাতিয়ার’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন,‘এ সংখ্যা ও পরিসংখ্যান জানা না থাকলে যথাযথ পরিকল্পনা করা সম্ভব হয় না। সে কারণেই জনশুমারিগুলো করা হয়।’

বুধবার ১৫ জুন সকালে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডে মন্ত্রীর বাসভবনে জেলায় ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। সে অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তাকে আরো বেগবান করার জন্য এ জনশুমারিতে প্রাপ্ত তথ্য কাজে লাগবে।

দেশবাসীর প্রতি আহ্বান জানাই, সকলেই যেন প্রতিটি খানার ও ব্যক্তির সঠিক তথ্য দিয়ে,যারা শুমারি করছেন তাদের সহযোগিতা করবেন। এর মাধ্যমে যেন তারা দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারেন । ’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,‘জনশুমারি ও গৃহগণনার মাধ্যমে আমরা পুরো দেশের চিত্রটা পাব। কতজন মানুষ নিরক্ষর আছেন,কতজন শিক্ষিত এবং কতদূর শিক্ষিত হয়েছেন। এর থেকে আমরা তাদের যে আর্থ-সামাজিক অবস্থান পাব,সেটি দিয়ে আমাদের শিক্ষা খাতেও নানা পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।’

শিক্ষামন্ত্রী বলেন,‘এ প্রথমবার দেশে ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি হচ্ছে। এ পদ্ধতির কারণে এর যত তথ্য সংগৃহীত হবে তার ব্যবহার অনেক সহজ হবে। তার থেকে বিভিন্ন তথ্য উপাত্ত বের করে আনা এবং গবেষণা করা অনেক বেশি সহজ হবে।’

তিনি আরো বলেন,‘আমি আশা করব আমাদের চাঁদপুরের প্রত্যেকটি খানার সকলেই তাদের সঠিক তথ্য দিবেন এবং যারা শুমারিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন তাদের সহযোগিতা করবেন। সারা দেশবাসী এই জনশুমারিতে অংশ নিয়ে সঠিক তথ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।’

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান,পুলিশ সুপার মিলন মাহমুদ,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক নাঈমা রহমান,ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন,পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহফুজুর রহমান টুটুল,শাহরাস্তি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অনামিকা ভদ্র প্রমুখ।

প্রসঙ্গগত, চাঁদপুরে ৫২ জন জোনাল ও ৫২ জন আইটি অফিসার এবং ৭ হাজার সুপারভাইজার ও গণনাকারী জনশুমারিতে কাজ করবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com