মানিক দাস // জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর শহরের কালিবাড়ি মোড় এলাকায় চাঁদপুর পৌরসভার আয়োজনে স্হাপিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ক্যাম্পে শিশুদের কে ভিটামিন এ প্লাস ক্যাপস্যূল খাইয়ে উদ্ধোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর জেলায় এ বছর ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৬ হাজার ২ শ ৩০ জন শিশুকে নীল রং এর ভিটামিন এ ক্যাপস্যূল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৫ শ ৯৮ জনশিশুকে লাল রং ভিটামিন এ ক্যাপস্যূল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
চাঁদপুর পৌরসভার টিকা কেন্দ্রের মাধ্যমে বুধবার পৌর এলাকার ২২ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বেচ্চা সেবীরা শিশুদের কে ভিটামিন এ ক্যাপস্যূল খাওয়ানোর কাজে ব্যাস্হ ছিল। চাঁদপুর পৌরসভার প্রথম দিনের ২২ টি কেন্দ্রে ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮ হাজার ৪ শ জন শিশুকে লাল রং এর ভিটামিন এ ক্যাপস্যূল খাওয়ানো হয়। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৯ শ শিশুকে নীল রং এর ভিটামিন এ ক্যাপস্যূল খাওয়ানো হয়েছে বলে চাঁদপুর পৌরসভার টিকা সুপারভাইজার মোঃ হানিফ গাজী নিশ্চিত করেছেন। চাঁদপুর পৌরসভার এ ক্যাম্পেইন প্রতিটি ওয়ার্ডে চলবে আগামী রোববার পর্যন্ত।