মানিক দাস // জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জম্মশত বাষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও গণমাধ্যম বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে ও চাঁদপুর প্রেসক্লাবের ব্যবস্হাপনায় বিশেষ আলোচনা সভা গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে তা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী।
প্রধান আলোচকের বক্তব্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, সাবেক সাধারন সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহ, রহিম বাদশা, ফারুক আহমেদ, শওকত আলী, মোশারফ হোসেন লিটন, মিজান লিটন৷
এ সময় উপস্হিত ছিলেন, আল ইমরান শোভন, কাদের পলাশ, হাসান মাহমুদ ,মাহবুবুর রহমান সুমন, ইয়াসিন ইকরাম, নেয়ামত হোসেন, একে আজাদ, খোকন কর্মকার, ওয়াদুদ রানা, চ্যানেলএস এর জেলা প্রতিনিধি মোঃ বিপ্লব সরকার, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম শাহ আলম মল্লিক, মাজহারুল ইসলাম অনিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।