৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে ।
চাঁদপুর সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪২ জন। তার মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন ।বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ২৪৭ জন। পাশ করেছে ২২৪ জন। জিপি এ ৫ পেয়েছে ৩৯ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৩৩ জন। পাশ করেছে ১১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১১ জন। ব্যবসায়শিক্ষা শাখা থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ১৬২ জন। পাশ করেছে ১৫০ জন। জিপিএ ৫ পেয়েছে ২০ জন। চাঁদপুর সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে জিপিএ ৫ পেয়েছে মোট ৭০ জন। গড় পাশের হার ৯০ দশমিক ৯৬ ভাগ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৩১ জন।বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪৬ জন। পাশ করেছে ১৪০ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন। মানবিক থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ২৮৫ জন। পাস করেছে ২৪৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। ব্যবসা শিক্ষায় শাখা থেকে মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৪৭ জন। পাস করেছে ১৪৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে মোট পাস করেছে ৫৩১ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৮ জন। গড় পাশের হার ৭৮ দশমিক ৩২ ভাগ।
চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন। কৃতকার্য হয়েছে ৩৮৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ২২৮ জন। পাশ করেছে ১৯০ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ১৯০ জন। কৃতকার্য হয়েছে ১২৬ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ৯১ জন। কৃতকার্য হয়েছে ৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭জন গড় পাশের হার ৭৬ ভাগ।
এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।