শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ

জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি 

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১ বার পঠিত হয়েছে
মানিক দাস // উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবছর চাঁদপুর জেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৩শ’১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে । এর মধ্যে উত্তীর্ণ হয় ৬ হাজার ৯ শ’৫৭ জন। জিপিএ ফাইভ পেয়েছে ২৭৬ জন গড় পাশের হার ৪৮ দশমিক ৬২ ভাগ।
৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে ‌।
চাঁদপুর সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪২ জন। তার মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন ।বিজ্ঞান  বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ২৪৭ জন। পাশ করেছে ২২৪ জন। জিপি এ ৫ পেয়েছে ৩৯ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৩৩ জন। পাশ করেছে ১১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১১ জন। ব্যবসায়শিক্ষা শাখা থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ১৬২ জন। পাশ করেছে ১৫০ জন। জিপিএ ৫ পেয়েছে ২০ জন।  চাঁদপুর সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে জিপিএ ৫ পেয়েছে মোট  ৭০ জন। গড় পাশের হার ৯০ দশমিক ৯৬ ভাগ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজে সকল বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য  হয়েছে ৫৩১ জন।বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪৬ জন। পাশ করেছে ১৪০ জন।  জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।  মানবিক থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ২৮৫ জন। পাস করেছে ২৪৪ জন।  জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। ব্যবসা শিক্ষায় শাখা থেকে  মোট পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৪৭ জন। পাস করেছে ১৪৭ জন। জিপিএ ৫  পেয়েছে ৭ জন। চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে মোট পাস করেছে ৫৩১ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৮ জন। গড় পাশের হার ৭৮ দশমিক ৩২ ভাগ।
চাঁদপুর আলামিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন। কৃতকার্য  হয়েছে  ৩৮৩ জন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ২২৮ জন। পাশ করেছে ১৯০ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ১৯০ জন। কৃতকার্য হয়েছে ১২৬ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। ব্যবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষা অংশগ্রহণ করেছে ৯১ জন। কৃতকার্য হয়েছে ৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৭জন গড় পাশের হার ৭৬ ভাগ।
এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com