মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে দৌড় শেষ হয় চাঁদপুর মেরিন একাডেমি পর্যন্ত।
এই দৌড়ে অংশগ্রহণ করেন চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫০ জন নাগরিক। শুধু তরুণ-তরুণী নয়, ছিলেন বয়স্ক মানুষ, চাকরিজীবী, শিক্ষার্থীসহ নানা বয়সীরা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জুলাই বিপ্লব উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন,২০২৪ সালের জুলাই মাসে দেশের মানুষ গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকারের জন্য রাস্তায় নেমে যে ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলেছিল, তা ছিল সাহসিকতা, সংহতি ও জনগণের বিজয়ের প্রতীক। সেই বিজয়ের এক বছর পূর্তিতে আজকের এই ‘৩৬ জুলাই রান’ আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাসের সঙ্গে সংযোগ ঘটাতে সাহায্য করবে।
এই দৌড় শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি একটি প্রতীক নবজাগরণের, প্রতিবাদের, সাহসের পথচলা। আমরা চাই, আমাদের তরুণ সমাজ এই ইতিহাসকে জানুক, বুকে ধারণ করুক এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিক। এই প্রতীকী দৌড় আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা, যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তাদের রক্ত বৃথা যেতে দেবো না। ২০২৪ সালের জুলাই আন্দোলন আমাদের গণতন্ত্রের চেতনায় নতুন অধ্যায় যোগ করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে ঐ চেতনাকে ধারণ করে আরও শক্তিশালী হয়ে ওঠা।
আমি আশা করি, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত থাকবে এবং আমাদের জেলা ও দেশের মানুষের মাঝে গণতন্ত্রের শক্তি ছড়িয়ে দিবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আয়োজকদের ধন্যবাদ ও শুভকামনা জানাই।
তিনি আরও বলেন, এমন আয়োজনে সাধারণ মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে, আন্দোলনের চেতনা এখনো জীবন্ত। আমরা চাই এই চেতনা আরও ছড়িয়ে পড়ুক, আরও মানুষের হৃদয়ে স্থান করে নিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ এ কে এম আব্দুল মান্নান, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক জাকির হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন সিপি রানার্সের ফাউন্ডার মো: মোয়াজ্জেম হোসেন, কো-ফাউন্ডার মো: রাফসান সাদিক রাফি।
এই প্রতীকী দৌড়ের পরিচালনার দায়িত্বে ছিলেন সরকারি কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সহকারী শিক্ষক রেজাউল করিম রেজা।
এই আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের জনগণ আবারও জানিয়ে দিল, স্মৃতি শুধু অনুভূতির বিষয় নয়—সেটি আন্দোলনের শক্তি হয়ে আগামীকে পথ দেখাতে পারে।