বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন

জেলা পুলিশ বনাম চাঁদপুর প্রেসক্লাবের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৪ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার
বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশ বনাম চাঁদপুর প্রেসক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
 রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ।
খেলা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহ, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডাঃ আফসানা শর্মী,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
১৬ ওভার করে এই প্রীতি ক্রিকেট ম্যাচে জেলা পুলিশ ও চাঁদপুর প্রেসক্লাবের ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ ও সহকারী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। চাঁদপুর প্রেসক্লাব ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচ এম আহসান উল্লাহ ও সহকারী অধিনায়ক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
প্রীতি ক্রিকেট ম্যাচে টসে জিতে জেলা পুলিশ টিম ফিল্ডিং ফাস্ট নিলে প্রথমে চাঁদপুর প্রেসক্লাব ব্যাটিংয়ে নামে। ১৬ ওভারে চাঁদপুর প্রেসক্লাব জেলা পুলিশ টিমকে জয়ের জন্য ১১৪ রানের টার্গেট দেয়। পরে ১১৪ রানের টার্গেট নিয়ে জেলা পুলিশ টিম ৬ উইকেটে ১১৪ রান করে জয়লাভ করে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com