রবিবার বিকাল ৩ টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের স্হানীয় সরকার শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্যাহর নেতৃত্বে চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম হাওলাদার ও বড় স্টেশন মাস্টার মোঃ মারুফ হোসেন উপস্থিত থেকে বড় স্টেশন মোলহেডের সুন্দর্য্য বর্ধনে প্রায়
শতাধিক অবৈধ স্হাপনা উচ্ছেদ করে।
স্হানীয় ভোক্ত ভোগীরা জানায় আমাদের কাছ থেকে একটি চক্র সাপ্তাহিক টাকা নিয়ে থাকে। তারা জিআরপি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কথা বলে এটা নিতো। এখানে দোকানদারি করলে সাপ্তাহিক তাদের টাকা দিতে হবে। দির্ঘ্য দিন ধরে এ টাকা ক্ষুদ্র ব্যবসায়িদের কাছ থেকে কালাম নামের ব্যাক্তি উত্তোলন করে আসছে। আবার অনেক দোকানি চাঁদা নেয়ার বিষয়ে এরিয়ে যায়।
বড় স্টেশন মোলহেডে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার মানুষ ছুটির দিনে এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। কিন্তু ফুসকা, চটপটি, ঝাল বুট, ঝাল মুড়ি ও পানি পুরির দোকানিরা যে ভাবে চেয়ার টেবিল বসিয়ে জায়গা দখল করে রাখে তাতে দূর দূরান্ত থেকে আসা মানুষ জন স্বাছন্দে এখানে ভ্রমন করতে পারে না। রেলওয়ে কতৃপক্ষ এখান ভ্রমন পিপাসুদের বসার জন্য ঠিকাদারের মাধ্যমে পাকা বেঞ্চ তৈরি করে দিয়েছে। কোনো স্হানের পাকা বেঞ্চ অবৈধ দোকানিরা রাতের আধারে ভেঙ্গে নদীতে ফেলে দিয়েছে। এসব বিষয় জেলা প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্যাহ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম হাওলাদার ও বড় স্টেশন মাস্টার মোঃ মারুফ হোসেন উপস্থিত থেকে সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করে বড় স্টেশন মোলহেড এলাকার সুন্দর্য্য বর্ধন করেছ। বর্তমানে এ স্হানটি যেমন সুন্দর হয়েছে তাতে দর্শনার্থীরা প্রত্যাশা করে এমন থাকলে ভ্রমন পিপাসুরা পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে আনন্দ পাবে।