বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

ট্টগ্রাম বিভাগীয় দলে সুযোগ পেলেন চাঁদপুরের ৬ ক্রিকেটার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

মানিক দাস // বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বিভাগীয় পর্যায়ে চলছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের খেলা। টুর্নামেন্টের গ্রুপ ‘এ’ তে রয়েছে খুলনা, রংপুর, বিকেএসপি, ঢাকা বিভাগ দক্ষিণ ও চট্টগ্রাম বিভাগ। গ্রুপ ‘বি’ তে রয়েছে বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ দক্ষিণ ও সিলেট বিভাগ। খেলাগুলো হবে ৩ দিনের ম্যাচ। চট্টগ্রাম বিভাগের প্রথম খেলা হবে ১১ থেকে ১৩ জানুযারি। চট্টগ্রাম বিভাগ খেলবে ঢাকা বিভাগ দক্ষিণের সাথে। ১৬ থেকে ১৮ জানুয়ারি খেলবে বিকেএসপি, ২১ থেকে ২৩ জানুয়ারি রংপুর বিভাগ ও ২৬ থেকে ২৮ জানুয়ারি খেলবে খুলনা বিভাগের সাথে।

চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলের চাঁদপুরের খেলোয়াড়রা হলেন : তানজিল আখন্দ, মাহমুদুল হাসান নোমান, মো. শহিদ আফ্রিদী, রাতুল দাস, ইমতিয়াজ আয়মন ও সালমান জাহান মিয়াজী। চট্টগ্রামে চাঁদপুর জেলা ক্রিকেট দলের খেলা চলাকালীন নির্বাচকরা চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট দলের খেলোয়াড় হিসেবে এদেরকে সিলেক্ট করেন। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন চাঁদপুরের সালমান জাহান মিয়াজী।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ক্রিকেট দলের অধিনায়ক সালমান জাহান মিয়াজী এর আগেও জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সারাদেশের মধ্যে ২য় ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালেও চাঁদপুর জেলা ক্রিকেট দলের হয়ে চট্টগ্রামে ব্যাটিং ও বোলিংয়ে নৈপুণ্য দেখিয়ে চাঁদপুরের দলকে ২য় বারের মতো শিরোপা এনে দেন।

চট্টগ্রাম দলের অধিনায়ক সালমান জাহান মিয়াজী বলেন, আমাদের দল যাতে প্রত্যেকটি বিভাগের সাথে জয়লাভ করতে পারে সেজন্যে সকলের কাছে দলের জন্যে এবং আমাদের চাঁদপুরের সকল ক্রিকেটারদের জন্যে দোয়া চাই। আমাকে যেহেতু দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে, আমি যাতে আমার সেরা খেলাটা দিতে পারি সেজন্যে দোয়া চাইছি। চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ ও দলের কোচ শামিম ফারুকীর তত্ত্বাবধানে বেশ ক’দিন ধরে আমরা অনুশীলন করে যাচ্ছি। আশা করি ভালো খেলে নির্বাচকদের নজরে আসতে পারবো।

দলের ক্রিকেটার মাহমুদুল হাসান নোমান, শহিদ আফ্রিদী জানান, দলের সকলেই খেলার জন্যে প্রস্তুত রয়েছে। আশা করি আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমরা বিভাগীয় পর্যায়েও ভালো করবো। আমরা যাতে সকলেই ভালো খেলতে পারি এ জন্যে সকলের দোয়া চাই। আমাদের দলে খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ক্রিকেটার রয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com