ঠাকুরগাঁও প্রতিনিধি: বদলে গেছে দিন কাল, জরিপ হলো ডিজিটাল। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় জরিপ বিভাগের কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় অংশীজনের ভুমিকা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ১১ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার মো: শামছুল আজম। এ সময় ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো: তালেব আলী, উপসহকারী সেটেলমেন্ট অফিসার মো: মশিউর রহমান মিন্টু, পলাশ কুমার সরকার, মো: ফিরোজ খান নুন, মো: আব্দুর রহমান, মো: মোকাদ্দেছ আলী, মো: সাইফুদ্দিন, ননী গোপাল বিশ্বাস, মাহবুবুর রহমান, সোলায়মান হোসাইন ও পেশকার মো: আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন: সার্ভেয়ার মোহাম্মদ তোফায়েল আহম্মেদ। এসময় বক্তারা বলেন ভুমি মালিকগন যাতে কোনভাবে হয়রানির স্বীকার না হয় এবং নিয়মানুযায়ী যার যার প্রাপ্য সেভাবে যেন তাদের ভুমির মালিকানা পান এ ব্যপারে সকলকে সচেষ্ট থাকার অনুরোধ করা হয়।