ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি (ইউএনসিসি) এর সাথে “পিপিইপিপি প্রকল্পের পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞতা ও শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইএসডিও এর ডিপিসি মো: আইনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানজিলা তাসনিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ রুনা লায়লা। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম। পরিবার পরিকল্পনা অফিসার নরেশ চন্দ্র। ইএসডিও এর ডিপিসি স্বপন কুমার সাহা সহ ইএসডিওর পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) ঠাকুরগাঁও প্রকল্পের কর্মকর্তা কর্মচারি এবং ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি নবীন হাসান ও বাংলাদেশ টেলিভিশন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ রানা পলক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা মানব শরীরে ও বিশেষ করে প্রসুতি মায়েদের শরীরের পুষ্টিকর আহারের বিষয়ে ও পুষ্টি কার্যক্রম বাস্তবায়ন কিভাবে করা যায় বিষয়ে আলোচনা করেন।