মানিক দাস // চাঁদপুর শহরে ব্যাঙের ছাতার মত গজানো প্রাইভেট হাসপাতাল গুলোতে দিনের পর দিন কেবল রোগী মৃত্যুর ঘটনায় ঘটে চলছে। ডাক্তার হাসানুর রহমানের ভুলের কারণে মাত্র ১৩ বছর বয়সেই পরপারে চলে যেতে হলো স্কুল ছাত্র লিমনকে।
সদর উপজেলার শেখেরহাট এলাকার মিজি বাড়ির বাসিন্দা প্রবাসী রিপন মিজির ছেলে লিমন মিজি (১৩)গত কয়েকদিন ধরে এপেন্ডিজের ব্যথায় ভোগ ছিল। লিমনের মা লিপি বেগম তার ছেলে লিমনকে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে এসে ডাঃ হাসানুর রহমানকে দেখান। তিনি লিপি বেগমকে বলেন এপেন্ডিজের ব্যথা এটি। তাকে দ্রুত অপারেশন করাতে হবে।ডাঃ হাসানুর রহমানের পরামর্শক্রমে ৯ এপ্রিল সন্ধ্যার পর স্টেডিয়াম রোডস্হ মুন হাসপাতালে লিমনকে ভর্তি করা হয়। রাত অনুমান ৮ টায় ডাঃ হাসানুর রহমান লিমেন অপারেশন করেন। তারপর লিমনের অবস্হার অবনতি হতে থাকে। ততক্ষনে ডাঃ হাসানুর রহমান হাসপাতাল থেকে চলে যান। লিমনের পরিবারের সদস্যরা হাসপাতাল কতৃপক্ষ ও ডাঃ হাসানুর রহমানকে জানানোর পর চিকিৎসার বিষয়ে কোনো ব্যবস্হা গ্রহন করেননি। রাত অনুমান ২ টার দিকে লিমন পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায়।
লিমনের মৃত্যুর খবর পেয়ে আত্মিয় স্বজন রাতেই হাসপাতালে ছুটে আসেন। লিমনের মৃত্যুতে হাসপাতাল কতৃপক্ষের সাথে আত্মিয় স্বজনদের কথা কাটাকাটির এক পর্যায় হাসপাতালে ভাংচুরের মতো ঘটনা ঘটে।বিষয়টি জানতে পেরে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ তাৎক্ষনিক উপ পরিদর্শক শাহজাহানকে ঘটনাস্হলে পাঠিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ লিমনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একই সাথে হাসপাতালের পরিচালক হেলালসহ দু জনকে আটক করে থানায় নিয়ে আসেন।
মৃত লিমন মিজি ষোলঘর ভোকেশনাল ইনস্টিটিউটের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। তিন ভাইয়ের মাঝে সে সবার বড় ছিল। আটক পরিচালক হেলালসহ দু জনকে থানা থেকে ছারিয়ে নিতে একটি চক্র দিন ভর থানায় অবস্হান করে। পরে মোটা অংকের টাকায় বিষয়টি রফাদফা করা হয়েছে বলে জানাযায়।