গোলাম নবী খোকনঃ ডুবাইয়ে খুন হলো মতলবের সবুজ। ঘটনার বিবরনে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ছোট দূ্র্গাপুর মিয়াজী বাড়ির মরহুম আমছর আলীর একমাত্র ছেলে সবুজ (৩৬) এক বছর ১০ মাস পূর্বে অনেক দায়দেনা করে ডুবাই যান।
নিহত সবুজের মা পারুল বেগম, স্ত্রী রীমা ও তার ১০ বছরের সন্তান বাইজিদ ও সবুজের ২ বোন রেখে যান। সবুজ এক বছর ১০ মাস পূর্বে বিদেশে ডুবাই পারি জমান। তিনি যেই বাসায় ভাড়া থাকতেন, ঐ বাসায় উমান এর এক লোক ভাড়া থাকতেন, তার সাথে থাকা নাম না জানা লোকের কাছে বাসা ভাড়া টাকা চাইতে গেলে সবুজ কে গত শুক্রবার রাত নয়টায় খুন করে ফেলে। এ খুনের ঘটনা দূর্গাপুরের রুবেল নামে ডুবাই প্রবাসী এ তথ্য সবুজের পরিবারকে জানান। নিহত সবুজ ছিলেন পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যাক্তি। নিহত সবুজের লাশ দেশে আনার জন্য কর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন তার পরিবার।