ইয়াছিন আরাফাত শুভ :
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। দেশের মানুষ যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। রবিবার (০৬ আগস্ট) দুপুরে সাভার থানা রোডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
স্বাস্থ্য সচিব এসময় আরও বলেন, সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে দেশের মানুষকে সচেতনতাসহ নানা পরামর্শ দিয়ে দেয়া হচ্ছে। এছাড়া যথা সময়ে সাভার গণপূর্ত বিভাগ বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট নির্মাণ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশীদ আলম, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।