নিজস্ব প্রতিনিধি।।। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহানকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত মঙ্গলবার (৫ আগস্ট) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত নাশকতা মামলায় কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রেদওয়ান খান বোরহানকে গ্রেফতার দেখানো হতে পারে বলে মডেল থানার পুলিশের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আ’লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে দল থেকে মনোনয়ন না দেওয়ায় চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে ট্রাক প্রতীক পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে নির্বাচন করেন।
রেদওয়ান খান বোরহান তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্র, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ও ১০নং লক্ষীপুর ইউপি চেয়ারম্যান বালুখেকো মোঃ সেলিম খানের দুর্নীতির বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে গেছেন এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও youtube প্রতিবাদ করে গেছেন সবসময়। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে ডাঃ দীপু মনির নিজস্ব দলীয় লোকরা চাঁদপুর শহরে রেদওয়ান খান বোরহানকে সবসময় কোনঠাসা করে রেখেছিলেন।