
আজ শুক্রবার দেশব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বিএনপি।রাজধানী ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে গণতন্ত্রের মা হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপি উদ্যোগে আয়োজিত দোয়া ও মোনাজাতে উপস্থিত সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড জসিম উদ্দিন মেহেদী হাসান, তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন মিয়াজী, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহির রায়হান ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আইয়ুব আলী খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ শাহালম দর্জি,সাংগঠনিক সম্পাদক তুহিন বন্ধুকশী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিদ্দিক খন্দকার, সাধারণ সম্পাদক এমরান গাজী,ছাত্রদল সভাপতি মোঃ ওমর গাজীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের নিজ নিজ উপাসনালয়ে মন্দির, চার্চ, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় স্থানে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।