রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে তুহিন হত্যার বিচারের দাবীতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি মাজেদ, সম্পাদক আতিউর চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার কর্মসূচি  ঢাকায় আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান খান বোরহানকে আটক ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে আটক সাংবাদিক হত্যার প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নওগাঁয় মানববন্ধন গাজীপুরে সাংবাদিক হত্যা প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন ২৪’এর গণঅভ্যুত্থানের বিজয় বার্ষিকী উপলক্ষে মতলব উত্তরে বিজয় মিছিল অনুষ্ঠিত দেশে নিরপেক্ষ নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে : অধ্যাপক তানভীর হুদা  চান্দ্রা চৌরাস্তায় মোটরসাইকেল ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীর মৃত্যু 

তাহিরপুরে আটকের দেড়ঘন্টা পর যুবককে ছেড়ে দিয়েছে বিএসএফ

  • আপডেটের সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তে এক যুবককে আটক করে দেড়ঘন্টা পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। আটককৃত যুবককে নাম- রুবেল মিয়া (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। এঘটনাটি ঘটেছে আজ শনিবার (১১ নভেম্বর) সকাল ১০টায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়- প্রতিদিনের মতো ভোর থেকে উপজেলার বালিয়াঘাট ও টেকেরঘাট সীমান্ত দিয়ে সোর্স পরিচয়ধারী একাধিক মামলার আসামী ইয়াবা কালাম মিয়া, হোসেন আলী, রতন মহলদার, কামরুল মিয়া, মোক্তার মিয়া, মানিক মিয়া, বাবুল মিয়া, জিয়াউর রহমান জিয়া, মনির মিয়া, রুস্তম মিয়া, নুরজামালগং, বীরেন্দ্রনগর ও চারাগাঁও সীমান্তে রফ মিয়া, আইনাল মিয়া, সাইফুল মিয়া, আনোয়ার হোসেন বাবলু, শরাফত আলী, শামসুল মিয়া, খোকন মিয়া, লেংড়া জামাল, হযরত আলী, নেকবর আলীগং, লাউড়গড় ও চাঁনপুর সীমান্তে সোর্স পরিচয়ধারী বায়েজিদ মিয়া, জসিম মিয়া, আবু বক্কর, আলমগীর, রফিকুল, শহিদ মিয়া, জামাল মিয়াগং অবৈধ ভাবে ভারত থেকে কয়লা, পাথর, চিনি, সুপারী, কাঠ, বিড়ি, গরু, ছাগল ও মাদকদ্রব্যসহ কসমেটিকস পাচাঁর শুরু করে।
এমতাবস্থায় সকাল ১০টায় টেকেরঘাট সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১২০০ সংলগ্ন রজনীলাইন এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে মাদকদ্রব্য ও কয়লার বস্তা নিয়ে আসার সময় রুবেল মিয়াকে আটক করে বিএসএফ। ওই সময় অন্যরা দৌড়ি যে যার মতো পালিয়ে যায়।
এব্যাপারে কয়লা ও চুনাপাথর আমদানী কারক আবুল বাশার খান বলেন- সোর্স নিয়োগ করে চোরাকারবারীদের গডফাদার বাদাঘাট তার অন্দর মহলে বসে মাদক ও কয়লা বাণিজ্য করে কোটিকোটি টাকা মালিক হয়েগেছে। সরকারের রাজস্ব ফাঁকি দিতে পারলেও তাকে কেউ ফাঁকি দিতে পারেনা। সীমান্ত চোরাচালান বন্ধ করার জন্য ওই গডফাদার ও তার সোর্স বাহিনীকে গ্রেফতার করা জরুরী প্রয়োজন। উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক ও বর্তমান মেম্মার কফিল উদ্দিন বলেন- গত ২বছর যাবত সীমান্ত দিয়ে কয়লা ও গরুসহ মাদকদ্রব্য ওপেন পাচাঁর করা হচ্ছে। এসবের প্রতিবাদ করার কারণে চোরাকারবারীরা আমাকে প্রাণনাসের হুমকি দিয়েছে। আমি থানা সাধারণ ডায়রি করেছি এব্যাপারে প্রশাসনের সহযোগীতা প্রয়োজন।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের টেকেরঘাট কোম্পানী দায়িত্বে থাকার বিজিবির কমান্ডার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন- বিএসএফের হাতে আটক ব্যক্তি ১৪ বছরের শিশু ছিল, তাই বিজিবির পক্ষ থেকে আলোচনা করার পর বেলা সাড়ে ১১টায় ওই ব্যক্তিকে বিএসএফ ছেড়ে দিয়েছে। আমাদের কাছে হস্তান্তর করেনি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com