মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

দক্ষিণ রালদিয়ায় মরিয়মের জালে খোরশেদা বেগম:পথে পথে ঘুরছে সোহাগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদরের আশিকাটির দক্ষিণ রালদিয়ায় ছলনাময়ী মরিয়ম বেগমের জালে খোরশেদা বেগম আটকা পড়ায় এখন পথে পথে ঘুরছে তার ছেলে সোহাগ খান। অতছ এই মরিয়মকে নিয়ে সংসার করার স্বপ্নে বিয়ে করে বাড়ীতে এনে তুলেছিলো অসহায় সোহাগ খান নিজেই।
৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে আশিকাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গেলে গণমাধ্যমকর্মীদের দেখে সোহাগ তার অসহায়ত্বের এসব কথা বর্ণনা করে তা পত্র-পত্রিকায় তুলে ধরার আকুতি জানায়।
সোহাগ খান বলেন, আমার সহধর্মীনি মরিয়ম বেগম আমার ২টি ছোট ছোট ছেলে সন্তান থাকা সত্ত্বেও বিপদগামী চলাফেরা শুরু করে। আমি নানা কারনে ধারদেনায় জড়িয়ে পড়ার সুযোগ কে কাজে লাগিয়ে সে উশৃংখল জীবন যাপন শুরু করে। আমি তাকে বরং বার ইসলামী শরিয়তের মতাদর্শে বেপর্দা চলাফেরা করতে নিষেধ করলেও সে শুনেনি। তাকে কয়েক দিন পরই পরপুরুষের সাথে অবৈধ মেলামেশা করতে দেখে এলাকাবাসীও সতর্ক করে। সবশেষ কিছুদিন আগে বাবুরহাট বাজারে টেইলার্সের দোকানে কাজ করা এক ছেলের সাথে রাতের অন্ধকারে অবৈধ মেলামেশার সময় বাড়ীর লোকজন ধরে ফেলে। পরে বাড়ীর সম্মাণ রক্ষার্থে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করি।
সোহাগ খান আরও বলেন, এরপরও মরিয়মকে সুন্দর জীবনে ফিরিয়ে আনতে ব্যর্থ হই। সে নানা লোকের সাথে পরকীয়া এমনকি বিপদগামীদের সাথে মিশে মাদক ব্যবসার সাথে জড়িত হওয়ারও খবর পাচ্ছি। আর তাই আমার ফুটফুটে ছেলে সন্তানদের ভবিষ্যত চিন্তা করে আমি মরিয়মকে আইন মোতাবেক তালাকনামা পাঠিয়ে দেই। এখন আমার সাথে পেরে উঠতে না পেরে মরিয়ম আমার মা খোরশেদা বেগমকে ভুল বুজিয়ে আমার থেকে দূরে সরানোর চেষ্টা করছে।
সোহাগ খান আরও বলেন, আমার মা খোরশেদা বেগমের ৪টি ব্যাংক একাউন্টে প্রায় দেড় কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছি। যেগুলোতে আমি নমিনি থাকলেও মরিয়মের নিলনকশায় আমাকে নমিনি থেকে বাদ দিয়ে সেখানে তার নাম বসিয়েছে। অতছ আমার পিতা মোহাম্মদ আবুল হোসেন খান মারা যাওয়ার পূর্বে নোটারির মাধ্যমে আমাকে ছেলের স্বীকৃতি দিয়ে যান। যেটা এখন মরিয়মের ষড়যন্ত্রে আমার মা খোরশেদা বেগম অস্বীকার করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, মরিয়মের কুপরামর্শে আমার সম্মানহানি ঘটাতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে পত্র-পত্রিকায় মিথ্যা রিপোর্টও প্রকাশ করিয়েছেন। যদিও এলাকাবাসীর মুরুব্বিগণ ওইসব ভুলভাল বানোয়াট গুজবে কান দেননি।
সোহাগের কষ্টভরা কন্ঠে তিনি বলেন, যেই মরিয়মকে আমি তালাক দিলাম। তালাকের সেই কাগজ পাওয়া সত্ত্বেও তাকে আমার মা কিভাবে বাড়ীতে রাখে? মা যদি মরিয়মকে মেয়ে পরিচয়ে রাখে তার মানে আমার ছেলেগুলো কি আমার ভাগিনা নাকি? এগুলো জাহান্নামের আজাবের মতো কাজ। এই সমাজের মুসুল্লি ও মুরুব্বিগণ কি বিষয়গুলো দেখে না? তাই আমি এতো ষড়যন্ত্রের পরেও আমার পরিবারের নিকট ছেলের স্বীকৃতি পেতে সমাজের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহায়তা চাই।
এবিষয়ে মরিয়ম বেগম পূর্বেই জানিয়েছে, সমাজের মুরুব্বিরা বসুক তখন আমি যা বলার বলবো।
গণমাধ্যমকর্মীদের খোরশেদা বেগম বলেন, সোহাগ হচ্ছে আমাদের পালিত সন্তান। সমাজিরা বসলে অবশ্যই আমি সোহাগের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিবো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com