সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে

দীর্ঘ প্রতীক্ষার পর হাইমচরে ঈদের আগেই অবশেষে স্থাপিত হলো পন্টুন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৭৭ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি ॥
নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর ঈদের আগেই অবশেষে চাঁদপুরের হাইমচরের নয়াহাটে পন্টুন নির্মিত হয়েছে। এর আগে হাইমচরবাসীর দাবীর প্রেক্ষিতে এই স্থানে জেটি স্থাপন করা হয়।

২৬ এপ্রিল মঙ্গলবার বিকালে নয়াহাট বাজারে গেলে মেঘনা তীরবর্তী স্থানে এই পন্টুন দেখা যায়।

জানা যায়, হাইমচরের এই নয়াহাট বাজার এলাকাটি পূর্বে কাটাকাখি ঘাট এলাকা হিসেবে পরিচিত ছিলো। কিন্তু এখান হতে লঞ্চ চাঁদপুর ও ঢাকার উদ্দ্যেশ্যে আসা যাওয়া করলেও ছিলোনা লঞ্চ ভীড়ানোর মতো স্থান। তাই বাধ্য হয়েই লঞ্চের মাষ্টারগণ সিসি ব্লকের ওপর কোনমতে লঞ্চ নোঙ্গর করে যাত্রী উঠাতো নামাতো। পরে সাংবাদিকদের নানা সময়ে লেখালেখীর ফলে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ জেটি নির্মাণের পর এবার স্থাপন করলো পন্টুনও।

স্থানীয় ইসমাইল, জাহিদ,মাছুমসহ আরও বেশ কয়েকজন জানান, হাইমচর উপজেলার অধিকাংশ মানুষের যাতায়াত নদীপথে। মেঘনা নদীর ভাঙ্গনে বরং বার ক্ষতবিক্ষত হয়েছে এই হাইমচর এলাকাটি। তাই শুধু নয়াহাটেই নয় এর পাশাপাশি চরভৈরবী, হাইমচর ও তেলির মোড়েও জেটি ও পন্টুন নির্মাণের দাবী তুলেছেন তারা।

খোঁজ-খবর নিয়ে জানা যায়, কর্মক্ষেত্রে এবং ব্যবসায়ীক কাজে এখানকার মানুষের ঢাকায় যেতে লঞ্চ ছাড়া বিকল্প বাহনে ভাড়া অতিরিক্ত। চরাঞ্চলের অধিকাংশ মানুষই নদী পথে লঞ্চে জেলা সদর, মুন্সিগঞ্জ ও ঢাকায় যাতায়াত করেন। সকাল ৯টায় এবং রাত ৯টায় দু’টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে হাইমচর থেকে ছেড়ে যায়। কিন্তু লঞ্চঘাটে পন্টুন ও বসার স্থান না থাকায় এতোদিন তারা ভোগান্তির স্বীকার হয়েছেন। এখন নয়াহাটে পন্টুন ও জেটি হওয়ায় যাত্রীসাধারণের কিছুটা স্বস্তি দেখা গেছে।

এ বিষয়ে চাঁদপুরের নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা এ কে এম কায়সারুল ইসলাম বলেন, নয়াহাটে এখন জেটি নির্মাণের পর পন্টুনও বসানো হয়েছে। এখন নৌপথের যাত্রীরা অনায়াসে জেটি ও পন্টুন ব্যবহার করে লঞ্চে উঠানামা করতে পারবে। প্রশাসনিক ইজারা জটিলতা কেটে গেলে অন্যান্য ঘাটগুলোতেও জেটি ও পন্টুন পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।

এ বিষয়ে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ মধ্য ব-দ্বীপ চাঁদপুর শাখার যুগ্ম পরিচালক মোঃ মাহমুদুল হাসান থানদার বলেন, বরিশালের ঠিকাদার নয়াহাটের পন্টুন নির্মানে কাজ করেছে। পন্টুনটি নতুন নয় বরং পুরাতন পন্টুন। তাই তাদের দেখানো মতে এটি শুধু মেরামত করেই আমরা নয়াহাটে স্থাপন করে দিয়েছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com